OnePlus 10T 5G ভারতে আসছে 3 অগস্ট, তার আগে যে কয়েকটা বিষয় জানতেই হবে

OnePlus 10T 5G ফোনটি অফিসিয়ালি ভারতে লঞ্চ করতে চলেছে 3 অগস্ট। তার আগে এই ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নিন।

OnePlus 10T 5G ভারতে আসছে 3 অগস্ট, তার আগে যে কয়েকটা বিষয় জানতেই হবে
ঝড় তুলতে আসছে প্রিমিয়াম OnePlus 10T 5G।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2022 | 12:26 PM

OnePlus 10T 5G ফোনটি ভারতে আসছে 3 অগস্ট। আর তার ঠিক আগের দিন এ দেশে আত্মপ্রকাশ করবে iQOO 9T 5G, যে ফোনে থাকছে একটি Snapdragon 8+ Gen 1 SoC। জানা গিয়েছে, দুটি ফোনের দামই 55,000 টাকার মধ্যে হতে চলেছে। এর পাশাপাশি OnePlus 10T 5G ফোন সম্পর্কিত একাধিক তথ্য সাম্প্রতিক বেশ কিছু লিক থেকেও জানা গিয়েছে। 3 অগস্ট লঞ্চের আগেই এই প্রিমিয়াম ওয়ানপ্লাস স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

OnePlus 10T 5G ভারতে দাম (সম্ভাব্য)

মোট তিনটি স্টোরেজ অপশনে এই ফোনটি ভারতের বাজারে নিয়ে আসা হবে। বেস 8GB ও 128GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা। ফোনের 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম হতে পারে 54,999 টাকা। সর্বশেষ হাই-এন্ড 16GB RAM মডেলের দাম হতে পারে 55,999 টাকা। জেড গ্রিন এবং মুনস্টোন ব্ল্যাক এই দুই কালার অপশনে ফোনটি লঞ্চ করা হবে। 6 অগস্ট থেকে অ্যামাজন, ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি কেনাকাটির জন্য উপলব্ধ হবে। লঞ্চ অফার হিসেবে এই ফোনের সঙ্গে 1,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টও থাকছে।

OnePlus 10T 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে ফোনটিতে। হ্যাসেলব্ল্যাড টিউনিং না থাকলেও এই ফোনে দেওয়া হচ্ছে 50MP Sony IMX766 ক্যামেরা। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে একটি 6.7 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে থাকছে। জানা গিয়েছে, এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz।

ডিসপ্লেটি ফ্ল্যাট, সেলফি ক্যামেরার জন্য থাকছে একটি হোল-পাঞ্চ কাটআউট। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই OnePlus 10T 5G ফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে। অত্যন্ত শক্তিশালী একটি 4800mAh ব্যাটারি রয়েছে, যা 150W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকছে। অন্যদিকে সফটওয়্যার হিসেবে থাকছে Android 12 ভিত্তিক OxygenOS 12.1 আউট অফ দ্য বক্সের সাহায্যে।