সস্তায় Oppo A77 4G হাজির ভারতে, 15,499 টাকায় 50MP ক্যামেরা, 60Hz ডিসপ্লে এবং শক্তিশালী 5000mAh ব্যাটারি

Oppo A77 4G Price And Specifications: ভারতে নতুন ফোন লঞ্চ করল ওপ্পো। সেই ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

সস্তায় Oppo A77 4G হাজির ভারতে, 15,499 টাকায় 50MP ক্যামেরা, 60Hz ডিসপ্লে এবং শক্তিশালী 5000mAh ব্যাটারি
Oppo A77 4G: কম দামে ওপ্পোর নতুন স্মার্টফোন এল ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2022 | 2:55 PM

বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে অন্যতম বৃহৎ মার্কেট এখন ভারত। আর সেই কারণেই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলোও ভারতে নিত্যদিন নিত্য নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করে চলেছে। এবার ওপ্পো একটি কম দামি ফোন নিয়ে এল ভারতে। সংস্থার সেই লেটেস্ট ফোনের নাম Oppo A77 4G। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি MediaTek Helio G35 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM-এর সঙ্গে। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই সস্তার হ্যান্ডসেটে, যার প্রাইমারি সেন্সর 50MP। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W সুপারVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক ColorOS 12.1 অপারেটিং সিস্টেমের সাহায্যে চলবে। দুটি কালার মডেল রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি আলট্রা-লিনিয়ার স্টিরিও স্পিকার।

Oppo A77 4G: ভারতে দাম ও উপলব্ধতা

Oppo A77 4G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 15,499 টাকায়। আপাতত ফোনটি ভারতে ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন অফলাইন রিটেল দোকান থেকে ক্রয় করতে পারবেন উপভোক্তারা। এই ফোনের মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে- স্কাই ব্লু এবং সানসেট অরেঞ্জ।

Oppo A77 4G: স্পেসিফিকেশন, ফিচার

এই হ্যান্ডসেটে রয়েছে একটি 6.56 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে প্যানেল, যার রিফ্রেশ রেট 60Hz। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতেই রয়েছে একটি ওয়াটারড্রপ নচ। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G35 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM-এর সঙ্গে। রয়েছে 64GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে, যার মাধ্যমে অনবোর্ড স্টোরেজ বাড়িয়ে নেওয়া যেতে পারে।

ক্যামেরার দিক থেকে Oppo A77 4G ফোনটিতে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP সেন্সর, সঙ্গে LED ফ্ল্যাশও। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। সফটওয়্যার হিসেবে ফোনটি অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স ভিত্তিক ColorOS 12.1-এর সাহায্যে দৌড়বে।