সদ্য লঞ্চ হওয়া Poco F4 5G ফোনে 4,000 টাকা ডিসকাউন্ট, তবে খুব অল্প সময়ের জন্য

Poco F4 5G Offer Price: গতকাল এই ফোনটির ক্ষেত্রে কেবল মাত্র SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের অফার দেওয়া হচ্ছিল। এদিন HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত 3,000 টাকা ছাড় ঘোষণা করল Poco India।

সদ্য লঞ্চ হওয়া Poco F4 5G ফোনে 4,000 টাকা ডিসকাউন্ট, তবে খুব অল্প সময়ের জন্য
ফ্ল্যাগশিপ কিলার Poco F4 5G।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2022 | 4:07 PM

গত সপ্তাহে ভারতে এসেছে বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ কিলার Poco F4 5G। সোমবার 27 জুন থেকে কেনাকাটির জন্য উপলব্ধ হয়েছে ফোনটি। সেলের প্রথম দিন ভাল সাড়াও মিলেছে। আর্লি সেল অফার হিসেবে প্রথম দিনই কাস্টমারদের 1,000 টাকা ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও, Flipkart থেকে এই ফোনে দেওয়া হচ্ছে আরও অতিরিক্ত 3,000 টাকা ছাড়। তবে প্রাথমিক ভাবে SBI ব্যাঙ্কের কার্ড ব্যহারকারীদের জন্যই মিলছিল এই 3,000 টাকা ডিসকাউন্ট। এবার HDFC ব্যাঙ্কের উপভোক্তাদের জন্যও এই একই 3,000 টাকা ছাড় দেওয়া হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI লেনদেনে মিলবে অফারটি। একটি প্রেস বিজ্ঞপ্তিতে Poco India-র তরফে বলা হচ্ছে, “Poco F4 5G ফোনটি যাঁরা ক্রয় করবেন, তাঁদের জন্য থাকছে একই ডিসকাউন্ট। ঠিক এই মুহূর্ত থেকেই অফারটি চালু হয়ে গেল।”

Poco F4 5G ভারতে দাম

Poco F4 5G ফোনটির মোট তিনটি স্টোরেজ অপশন রয়েছে – 6GB RAM ও 128GB স্টোরেজ, 8GB RAM ও 128GB স্টোরেজ এবং 12GB RAM ও 256GB স্টোরেজ। এই স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে 27,999 টাকা, 29,999 টাকা এবং 39,999 টাকা।

Flipkart থেকে SBI বা HDFC ব্যাঙ্কের অফারে এই ফোনে আপনি পেয়ে যাচ্ছে 3,000 টাকা। ফলে ফোনটির বেস মডেল ক্রয় করতে আপনার খরচ হবে 24,999 টাকা। এছাড়া থাকছে আরও 1,000 টাকা অতিরিক্ত ছাড়। ফলে, এই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন 23,999 টাকায়। সংস্থাটি জানিয়ে দিয়েছে, এই অফার উপলব্ধ হতে চলেছে 30 জুন পর্যন্ত। দুটি কালার মডেল রয়েছে Poco F4 5G ফোনের – নেবুলা গ্রিন এবং নাইট ব্ল্যাক।

Poco F4 5G স্পেসিফিকেশনস, ফিচার্স

একটি 6.7 ইঞ্চির ফুল HD+ E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যা ডলবি ভিসন সাপোর্ট করে এবং তার রিফ্রেশ রেট 120Hz। ছোট্ট একটি হোল-পাঞ্চ রয়েছে ডিসপ্লেটিতে, যাতে 20MP সেলফি ক্যামেরা রয়েছে। ফোনের পাওয়ারের দিকটি নিশ্চিত করছে একটি Snapdragon 870 প্রসেসর। Poco F4 5G-র ব্যাক প্যানেলে গ্লাস বডি দেওয়া হয়েছে, যদিও তাতে কর্নিং গোরিলা গ্লাসের সুরক্ষা নেই।

একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 64MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর। এই প্রাইমারি ক্যামেরাটি তীক্ষ্ণ ছবি ও ভিডিয়োর জন্য অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সাপোর্ট করে।

কানেক্টিভিটির দিক থেকে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, একটি ডুয়াল-সিম ট্রে দেওয়া হয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে। তার সঙ্গেই থাকছে একটি 67W চার্জার। এই একই আউটপুটের চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হচ্ছে ফোনের প্যাকেজের সঙ্গে।