বিশ্বের বাজারে লঞ্চ হবে পোকো এম৩ প্রো ৫জি, আসতে পারে ভারতেও, কত দাম হতে পারে এই ফোনের?

শোনা গিয়েছে, পোকো এম৩ প্রো ৫জি ফোনের ডিজাইনে বেশ কিছু চমক থাকার সম্ভাবনা রয়েছে। হলুদ রঙে এই মডেল পাওয়া যেতে পারে। ফিচারের ক্ষেত্রে পোকো এম৩ ফোনের সঙ্গে অনেক মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে।

বিশ্বের বাজারে লঞ্চ হবে পোকো এম৩ প্রো ৫জি, আসতে পারে ভারতেও, কত দাম হতে পারে এই ফোনের?
ছবি প্রতীকী।
Follow Us:
| Updated on: May 13, 2021 | 9:07 AM

পোকো এম৩ প্রো ৫জি ফোন আসতে চলেছে বিশ্বের বাজারে। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে পোকো সংস্থার তরফে। শোনা গিয়েছে, পোকো- র এই নতুন ফোন রেডমি নোট ১০ ৫জি মডেলের rebadged হিসেবে লঞ্চ হতে চলেছে। পোকো এম৩- এর যে ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে, তার থেকে সাইজে সামান্য বড় হবে এই নতুন ৫জি ভ্যারিয়েন্টের ফোন। সংস্থার তরফে জানানো হয়েছে, বেশি সংখ্যক মানুষের হাতে কম দামে ৫জি ফোনের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই ফোন লঞ্চ করতে চলেছে পোকো। বিশ্বের পাশাপাশি ভারতের বাজারেও এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ভারতের বাজারে পোকো এম সিরিজের আসন্ন ফোনের দাম সাধ্যের মধ্যে অর্থাৎ ‘এফোর্ডেবল রেঞ্জ’- এই থাকবে।

যদিও পোকো এফ২ প্রো এবং পোকো এক্স৩ এনএফসি, এই দু’টি ফোন লঞ্চ হবে বলেও এখনও ভারতের বাজারে আসেনি। তাই পোকো এম৩ প্রো ৫জি ফোন আদৌ কতটা লঞ্চ হবে, কিংবা হলেও কবে থেকে ভারতে পাওয়া যাবে, তা নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন গ্যাজেট বিশেষজ্ঞরা।

অন্যদিকে, অ্যানড্রয়েড সেন্ট্রালের রিপোর্ট অনুযায়ী পোকো সংস্থা গ্লোবাল হেড কেভিন জিয়াবো কিউ এবং পোকোর প্রোডাক্ট মার্কেটিংয়ের প্রধান অ্যাঙ্গুস এনজি পোকো এম৩ প্রো ৫জি ফোনের ব্যাপারে বেশ কিছু তথ্য দিয়েছেন। যদিও তাঁরা নিশ্চিত ভাবে এটা বলেননি যে কী কী ফিচার থাকবে এই ফোনে। এমনকি এই ফোনে MediaTek Dimensity চিপসেট থাকবে কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রে মারফৎ এমনটা শোনা যাচ্ছে যে, রেডমি নোট ১০ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের মার্চ মাসে ডেবিউ করতে পারে পোকো এম৩ প্রো ৫জি ফোন। সেখানে থাকতে পারে MediaTek Dimensity 700 প্রসেসর।

শোনা গিয়েছে, পোকো এম৩ প্রো ৫জি ফোনের ডিজাইনে বেশ কিছু চমক থাকার সম্ভাবনা রয়েছে। হলুদ রঙে এই মডেল পাওয়া যেতে পারে। ফিচারের ক্ষেত্রে পোকো এম৩ ফোনের সঙ্গে অনেক মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- কর্নিংয়ের সেরামিক শিল্ড তৈরিতে ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগ অ্যাপেলের, ফিচার চালুর সম্ভাবনা আইফোন ১৩ সিরিজে

পোকো এম৩ প্রো ৫জি ফোনের দামের ক্ষেত্রে পোকো এক্স৩ এনএফসি ফোনের সঙ্গে মিল থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত বছর অর্থাৎ ২০২০ সালে ইউরোপের বাজারে লঞ্চ হয়েছিল পোকো এক্স৩ এনএফসি মডেল। এই ফোনের ৬ জিনি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ভারতীয় মুদ্রায় ছিল ২০,৪০০ টাকা। আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৩,৯০০ টাকা। সম্ভবত এই দামের মধ্যেই লঞ্চ হবে পোকো এম৩ প্রো ৫জি ফোন।