Realme 10 4G: বহু প্রতীক্ষার পর আজ ভারতে লঞ্চ হল Realme 10 4G, কবে থেকে আর কত দামে মিলবে, জানুন এক ক্লিকে

Realme 10 4G Price In India: Realme 9 জানুয়ারি লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Realme 10 4G। কোম্পানির এই ফোন বর্তমানে চিনে লঞ্চ করা হয়েছে এবং ভারতে লঞ্চ হওয়া Realme 10 4G এর লুক এবং ডিজাইন ডিসেম্বরে লঞ্চ হওয়া Realme 10 Pro সিরিজের সাথে অনেকটাই মিল রয়েছে।

Realme 10 4G: বহু প্রতীক্ষার পর আজ ভারতে লঞ্চ হল Realme 10 4G, কবে থেকে আর কত দামে মিলবে, জানুন এক ক্লিকে
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 5:28 PM

Realme Smartphones: একের পর এক স্মার্টফোন বাজারে আনছে ভারতীয় সংস্থা Realme। সংস্থাটি 9 জানুয়ারি লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Realme 10 4G। কোম্পানির এই ফোন বর্তমানে চিনে লঞ্চ করা হয়েছে এবং ভারতে লঞ্চ হওয়া Realme 10 4G এর লুক এবং ডিজাইন ডিসেম্বরে লঞ্চ হওয়া Realme 10 Pro সিরিজের সাথে অনেকটাই মিল রয়েছে। সংস্থাটি ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজে ফোনটির় অনেক ফিচার প্রকাশ করেছে। তবে চলুন দেখে নেওয়া যাক Realme 10 4G এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Realme 10 4G: মূল্য এবং লভ্য়তা:

Realme 10 4G দু’টি RAM এবং স্টোরেজ কনফিগারেশনে আসে – 4GB + 64GB, 8GB + 128GB এর দাম যথাক্রমে 13,999 টাকা এবং 16,999 টাকা। 4GB ভেরিয়েন্টে 1,000 টাকার প্রাথমিক ছাড় পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি ভারতে 15 জানুয়ারি থেকে Flipkart এবং Realme স্টোরের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Realme 10 4G এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Realme এর তরফে জানানো হয়েছে যে এটি একটি পারফরমেন্স টার্মিনেটর হতে চলেছে। এই ফোনে থাকবে একটি AMOLED ডিসপ্লে। ফোনটিতে MediaTek Helio G99 প্রসেসর থাকতে পারে। এই ফোনটিতে লাইট পার্সেল ডিজাইন থাকবে। ওজন হবে 178 গ্রাম। এই ফোনের MediaTek Helio G99 প্রসেসরটিতে 8GB RAM এর সঙ্গে 8GB ডায়নামিক RAM যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য় এতে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা থাকবে। ফোনে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকবে এই ফোনে। টাইপ সি পোর্ট এর সাহায্যে এই ফোন চার্জ দেওয়া যাবে। Realme-এর তরফে জানানো হয়েছে যে, এতে সুপার ডার্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

কোম্পানির তরফে জানানো হয়েছে এই আপডেট ধীরে ধীরে ফেজ ম্যানারে আনা হবে বাজারে। আপাতত 15% ব্যবহারকারীর কাছে এই আপডেট পৌঁছে গিয়েছে। তেমন কোনও ক্রিটিকাল বাগ না পাওয়া গেলে শীঘ্রই সব ফোনে এই আপডেট পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।