Realme 10 5G চালিত হবে Dimensity 700 প্রসেসর দ্বারা, থাকছে শক্তিশালী 5000mAh ব্যাটারি

Realme 10 5G Specs Leaked: 17 নভেম্বর লঞ্চের আগে Realme 10 5G ফোনটির আরও কিছু ফিচার ফাঁস করে দিয়েছেন জনপ্রিয় টিপস্টার। জানা গিয়েছে, পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে।

Realme 10 5G চালিত হবে Dimensity 700 প্রসেসর দ্বারা, থাকছে শক্তিশালী 5000mAh ব্যাটারি
চমৎকার কিছু ফিচার নিয়ে শিগগিরই আসছে Realme 10 5G।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 5:10 PM

Realme 10 5G ফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। আর তার আগে এই ফোনের একাধিক ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে জল্পনা চলছে। একাধিক বার টিজ়ও করা হয়েছে Realme 10 5G-র জরুরি কিছু বৈশিষ্ট্য। এবার 17 নভেম্বর লঞ্চের আগে Realme 10 5G ফোনটির আরও কিছু ফিচার ফাঁস করে দিয়েছেন জনপ্রিয় টিপস্টার। জানা গিয়েছে, পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে। এছাড়াও টিপস্টার মুকুল শর্মা আরও জানিয়েছেন যে, একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে ফোনটিতে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এই ফোনে আর কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে, দেখে নেওয়া যাক।

Realme 10 5G: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

5G ফোনের জন্য এই মুহূর্তের সবথেকে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 700 দেওয়া হচ্ছে এই Realme 10 ফোনে, যা গ্রাফিক্সের জন্য Mali G57 MC2 GPU এর সঙ্গে যুক্ত। এই ফোনের ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে একটি 6.6 ইঞ্চির IPS LCD স্ক্রিন। এটি (8+128)GB এবং (8+256)GB র‌্যাম ও স্টোরেড ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ক্যামেরা সেটআপের দিক থেকে এই Realme 10 5G ফোনে একটি 50MP প্রাথমিক সেন্সর দেওয়া হচ্ছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP সেন্সর এবং একটি AI লেন্স সহযোগে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের দিক থেকে এই রিয়েলমি ফোনে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

হ্যান্ডসেটটির পাশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি 3.5 মিমি জ্যাক, একটি ইউএসবি-সি পোর্ট, ব্লুটুথ 5.2, ওয়াই-ফাই, ডুয়াল সিম স্লট, বিল্ট-ইন জিপিএস এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট। Realme 10 5G সোনালি এবং কালো এই দুই রঙে পাওয়া যাবে।

এর পাশাপাশিই আবার Realme তার আসন্ন 10 Pro+ মডেলের ডিসপ্লে বৈশিষ্ট্যগুলিকেও টিজ করেছে। জানা গিয়েছে, সেই ফোনে একটি কার্ভড ডিসপ্লে দেওয়া হচ্ছে। এই সিরিজ়েরও এটি প্রথম স্মার্টফোন, যাতে কার্ভড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে Realme 10 Pro+ 5G ফোনটি MediaTek Dimensity 1080 প্রসেসর দ্বারা চালিত হবে।

এদিকে আবার Realme গত 9 নভেম্বর একটি বিশ্বব্যাপী লঞ্চ ইভেন্টে Realme 10 স্মার্টফোন লঞ্চ করেছে। সেই ফোনটি পারফরম্যান্সের দিক থেকে MediaTek Helio G99 প্রসেসর দ্বারা চালিত।