Redmi Note 11T Pro সিরিজের নতুন দুটো ফোন লঞ্চ হল, দেখে নিন দাম

Redmi Note 11T Pro Plus, Redmi Note 11T Pro- এই দুই ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে Redmi Note 11T Astro Boy Edition।

Redmi Note 11T Pro সিরিজের নতুন দুটো ফোন লঞ্চ হল, দেখে নিন দাম
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2022 | 9:42 AM

Redmi Note 11T Pro সিরিজের দুটো নতুন Smartphone সম্প্রতি লঞ্চ হয়েছে চিনে। এই দু’টি ফোন হল Redmi Note 11T Pro+ এবং Redmi Note 11T Pro। এই দুই ফোনেই রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই দুই ফোনে একটি octa-core MediaTek Dimensity 8100 প্রসেসর রয়েছে। এছাড়াও এই দুই ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে Redmi Note 11T Astro Boy Edition। একটি স্পেশ্যাল গিফট বক্সে ডেলিভারি হবে এই ফোন। সেখানে থাকবে কোনও সুপারহিরোর সিনেমার অ্যানিমেশন। এবার দেখে নেওয়া যাক Redmi-র এই নতুন তিনটি ফোনের দাম, উপলব্ধতা ও অন্যান্য তথ্য।

Redmi Note 11T Pro+ এবং Redmi Note 11T Pro- এই দুই ফোনের দাম কত?

Redmi Note 11T Pro+ ফোনের দাম শুরু হচ্ছে CNY 2,099 (ভারতীয় মুদ্রায় প্রায় ২৪,৪০০ টাকা) থেকে। 8GB RAM + 128GB Storage মডেলের ক্ষেত্রে এই দাম ধার্য করা হয়েছে। এছাড়াও এই ফোন পাওয়া যাচ্ছে 8GB RAM + 256GB Storage মডেলে। তার দাম CNY 2,299 (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,৮০০ টাকা)। আর Redmi Note 11T Pro+ ফোনের Top Variant অর্থাৎ 8GB RAM + 512GB Storage ভ্যারিয়েন্টের দাম CNY 2,499 (ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,১০০ টাকা)।

Redmi Note 11T Pro ফোনের 6GB RAm + 128GB Storage মডেলের দাম CNY 1,799 (ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৯০০ টাকা)। এই ফোনেরই 8GB RAM + 128GB Storage মডেলের দাম CNY 1,899 (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৩০০ টাকা)। এছাড়াও এই ফোনে টপ মডেল অর্থাৎ 8GB RAM + 256GB Storage ভ্যারিয়েন্টের দাম CNY 2,099 (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,৬০০ টাকা)।

Redmi Note 11T Pro+ এবং Redmi Note 11T Pro- এই দুই ফোনই পাওয়া যাবে Atomic Silver, Midnight Darkness, Time Blue- এই তিন রঙের শেডে। ৩১ মে থেকে কেনা যাবে এই দুই ফোন। আপাতত প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। জুনের ১৮ তারিখ পর্যন্ত প্রাথমিক ভাবে CNY 100 (ভারতীয় মুদ্রায় প্রায় ১২০০ টাকা) ছাড় পাওয়া যাবে Redmi Note 11T Pro+ এবং Redmi Note 11T Pro- এই দুই ফোনে।

অন্যদিকে, Redmi Note 11T Astro Boy Limited Edition-এর দাম CNY 2,499 (ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,১০০ টাকা)। 8GB RAM + 256GB Storage Configuration-এর মডেলের দাম এটি ধার্য করা হয়েছে। ১৮ জুন থেকে এই ফোন কেনা যাবে। মাত্র ১০ হাজার ফোন বিক্রির পরিকল্পনা রয়েছে সংস্থার।

Redmi-র এই তিনটি ফোন ছাড়াও চিনে লঞ্চ হয়েছে Redmi Buds 4 এবং Redmi Buds 4 Pro truly wireless stereo (TWS) earbuds, Mi Band 7 fitness band, Redmi Book Pro 15 (2022) laptop। Redmi Note 11T Pro+ এবং Redmi Note 11T Pro- এই দুই ফোন আন্তর্জাতিক বাজারে কবে লঞ্চ হবে তা জানা যায়নি এখনও। বেশ কিছু দেশে এই দুই ফোন Poco Branding নিয়েও লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ভারতে Redmi Note 11T Pro+ এবং Redmi Note 11T Pro- এই দুই ফোন কবে লঞ্চ হতে পারে তাও জানা যায়নি।