JioBharat B1: এবার রিচার্জ প্ল্যানেরও হাফ দামে ফোন নিয়ে এল Jio

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 12, 2023 | 7:01 PM

JioBharat B1 লঞ্চ করা হয়েছে মাত্র 1,299 টাকায়। এটি Jio-র আর একটি সস্তার মোবাইল। এই ফোনে রয়েছে একটি 2.4 ইঞ্চির স্ক্রিন এবং 200mAh ব্যাটারি। এর আগের অন্যান্য JioBharat ফোনগুলির তুলনায় এই ফোনের স্ক্রিন ও ব্যাটারি ক্যাপাসিটি অনেকটাই ভাল করা হয়েছে।

JioBharat B1: এবার রিচার্জ প্ল্যানেরও হাফ দামে ফোন নিয়ে এল Jio
রিচার্জ প্ল্যানেরও হাফ দামে মোবাইল, ভাবা যায়!!

Follow Us

Reliance Jio ভারতে একটি নতুন সস্তার ফোন নিয়ে এল। JioBharat সিরিজ়ে যোগ করা হয়েছে সেই 4G ফিচার ফোনটি, যার নাম JioBharat B1। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি আসলে JioBharat V2 এবং K1 Karbonn-এর আপগ্রেডেড ভার্সন। কোম্পানির ওয়েবসাইটে লেটেস্ট ফোনটিকে তালিকাভুক্ত করা হয়েছে JioBharat B1 সিরিজ়ে। প্রসঙ্গত, দেশের বাজারে Jio এখন টেলিকম প্লেয়ারের পাশাপাশি নিজেদের সস্তার গ্যাজেট প্রস্তুতকারক সংস্থা হিসেবেও তুলে ধরেছে। বেসিক 4G ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার্স এতে রয়েছে। ফোনের স্ক্রিনটি সামান্য একটু বড়। অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

JioBharat B1: ফিচার ও স্পেসিফিকেশন

JioBharat B1 লঞ্চ করা হয়েছে মাত্র 1,299 টাকায়। এটি Jio-র আর একটি সস্তার মোবাইল। এই ফোনে রয়েছে একটি 2.4 ইঞ্চির স্ক্রিন এবং 200mAh ব্যাটারি। আর এই দুই গুরুত্বপূর্ণ ফিচার দিয়েই ফোনটিকে আর একটু পরিণত সেগমেন্টে পজ়িশন করা হয়েছে। এর আগের অন্যান্য JioBharat ফোনগুলির তুলনায় এই ফোনের স্ক্রিন ও ব্যাটারি ক্যাপাসিটি অনেকটাই ভাল করা হয়েছে। এর থেকে বেশি আর কোনও পরিবর্তন করা হয়নি। এই ফোনের যে প্রোডাক্ট ইমেজটি প্রকাশিত হয়েছে, সেখানে একটি ক্যামেরা দেখা গিয়েছে ঠিকই। কিন্তু JioBharat B1-এর ক্যামেরা সম্পর্কে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

JioBharat B1: একাধিক Jio অ্যাপ সাপোর্ট

Reliance Jio-র অন্যান্য ফিচার ফোনগুলির মতো এই JioBharat B1 ফোনেও একাধিক Jio Apps দেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই অ্যাপগুলির সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের পছন্দসই সিনেমা, ভিডিয়ো, স্পোর্টস ইভেন্ট-সহ আরও অনেক কিছুরই আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়াও JioBharat B1 ফোনটি 23টি ভাষা সাপোর্ট করছে।

রিচার্জ প্ল্যানের হাফ দামে JioBharat B1

রিলায়েন্স জিও সম্প্রতি তার সবথেকে দামি রিচার্জ প্ল্যানটি লঞ্চ করেছে। সেই বার্ষিক প্ল্যানের জন্য Jio ব্যবহারকারীদের 3,662 টাকা খরচ করতে হবে। তাছাড়াও টেলিকম সংস্থাটির ঝুলিতে এমন অনেক প্ল্যান রয়েছে, যেগুলির খরচ 2500 টাকার কাছাকাছি। এমনকি, এমন প্ল্যানও রয়েছে যার খরচ 2999 টাকা।

সেই দিক থেকে দেখতে গেলে, JioBharat B1 ফোনটি রিচার্জ প্ল্যানের থেকেও কম খরচে নিয়ে এল মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি। 1,299 টাকায় একটা ফোন, যাতে সব বেসিক ফিচার রয়েছে, সত্যিই কি ভাবা যায়!

Next Article