‘সুপার থ্যাঙ্কস’ ইউটিউবারদের পকেটে ভরবে আরও অনেক টাকা!

দর্শকের নিয়ন্ত্রণে থাকবে এই টুল। অর্থাৎ, কোনও ক্রিয়েটারকে পছন্দ হলে তাঁরা সরাসরি এই টুলের সাহায্যে জানাতে পারবেন।

'সুপার থ্যাঙ্কস' ইউটিউবারদের পকেটে ভরবে আরও অনেক টাকা!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2021 | 10:59 PM

ইউটিউব অনেক মানুষকে কাজের সুবিধে করে দিয়েছে। অনেক সৃজণশীল মানুষের সামনে খুলে দিয়েছে নতুন দরজা। কেবল সৃজণশীলতা দেখানোই নয়। ইউটিউবারদের প্রতি মাসে লাখ লাখ টাকা রোজগারের পথ খুলে দিয়েছে। এবার তাঁদের জন্য বড় সুখবর। তাঁদের রোজগার আরও বাড়তে চলেছে। কীভাবে?

গুগলের ইউটিউব আনতে চলেছে একটি নতুন টুল। যার নাম ‘সুপার লাইক’। দর্শকের নিয়ন্ত্রণে থাকবে এই টুলটি। অর্থাৎ, কোনও ক্রিয়েটারকে পছন্দ হলে তাঁরা সরাসরি এই টুলের সাহায্যে জানাতে পারবেন। আর তাতেই রোজগারের অঙ্কটা অনেকটা বাড়বে।

বর্তমান প্রজন্মের অনেকেই ইউটিউবার হিসেবে জনপ্রিয় হয়েছেন। দেশের মধ্যে প্রজাক্তা কোলি, ভূবণ বামের নাম সবার প্রথমে উঠে আসে। বাংলায় উন্মেশ গঙ্গোপাধ্যায়, ওয়ান্ডার মুন্না, কিরণ দত্ত, স্যান্ডি সাহা। রুপোলি পর্দার অনেক সেলেবেরও ইউটিউব চ্যানেল আছে। বলা ভাল, তাঁদের রোজগার আরও বাড়ল। বিশ্বের ৬৮টি দেশের ইউটিউবার ও কন্টেন্টে ক্রিয়াটাররা এই সুযোগ পাবেন।

আরও পড়ুনOnePlus Nord 2: ওয়ানপ্লাসের নতুন ৫জি স্মার্টফোনে কী ধরনের ব্যাটারি থাকবে?