Amazon সেলে কম দামি ASUS VivoBook 15 ল্যাপটপে 10,000 টাকা ডিসকাউন্ট

ASUS VivoBook 15 ল্যাপটপের দাম 33,990 টাকা। তবে Amazon Great Republic Day Sale-এ এই ল্যাপটপই আপনি পেয়ে যাবেন মাত্র 24,990 টাকায়, যা আপনাকে ফ্ল্যাট ডিসকাউন্ট হিসেবে দেওয়া হচ্ছে।

Amazon সেলে কম দামি ASUS VivoBook 15 ল্যাপটপে 10,000 টাকা ডিসকাউন্ট
ল্যাপটপে বাম্পার অফার!
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2023 | 2:37 PM

Amazon-এ শুরু হয়েছে Great Republic Day সেল। 15 জানুয়ারি থেকে শুরু হয়ে সেই সেল চলবে 19 জানুয়ারি পর্যন্ত। স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ-সহ অন্যান্য একাধিক গ্যাজেটে মিলবে আকর্ষণীয় অফার। নতুন বছরে একটা নতুন ল্যাপটপ কেনার চিন্তাভাবনা করছেন? ভাল অফার পেয়ে যাবেন চার দিনের এই অ্যামাজ়ন সেলে। সবথেকে ভাল অফারটি আপনি পাবেন Asus-এর একটি VivoBook ল্যাপটপে। এই বিশেষ ভিভোবুক মডেলটিতে আপনি 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এছাড়া আর কী অফার রয়েছে, কতটা কম দামে কিনতে পারবেন, আর কী অফার রয়েছে, আর কেনই বা এই ল্যাপটপ কিনতে যাবেন, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

ASUS VivoBook 15 (2021): ডিসকাউন্ট অফার

এমনিতে এই ASUS VivoBook 15 ল্যাপটপের দাম 33,990 টাকা। তবে অ্যামাজ়নের এই গ্রেট রিপাবলিক ডে সেলে এই ল্যাপটপই আপনি পেয়ে যাবেন মাত্র 24,990 টাকায়, যা আপনাকে ফ্ল্যাট ডিসকাউন্ট হিসেবে দেওয়া হচ্ছে। আপনি চাইলে প্রতি মাসে 1,194 টাকা করে EMI দিয়েও ল্যাপটপটি ক্রয় করতে পারেন। তবে সবথেকে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফারে। সেক্ষেত্রে ASUS VivoBook 15 ল্যাপটপে 15,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। ফলে, ল্যাপটপটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 9,990 টাকা।

এই ল্যাপটপে আপনি ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যদি এই ফোন ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন 1,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এদিকে স্ট্যান্ডার্ড EMI অপশনে আপনি যখন 1,194 টাকায় ল্যাপটপটি বাড়ি নিয়ে আসতে পারবেন, তেমনই আবার নো কস্ট EMI অফারেও এই ল্যাপটপ ক্রয় করতে আপনার ভালই সুবিধা হবে। তবে সেই অফারে আপনাকে প্রতি মাসে ন্যূনতম 4,165 টাকা করে খরচ করতে হবে।

ASUS VivoBook 15 (2021): কেন কিনবেন এই ল্যাপটপ

প্রসেসর হিসেবে এই ASUS VivoBook 15 (2021) ল্যাপটপে রয়েছে Intel Celeron N4020 প্রসেসর। 4GB পর্যন্ত RAM রয়েছে। পাশাপাশি 256GB M.2 NVMe PCIe SSD কার্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গেই আবার ইন্টিগ্রেটেড ইন্টেল HD গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে।

রয়েছে 15.6 ইঞ্চির LED ব্যাকলিট LCD HD ডিসপ্লে। ল্যাপটপটিতে প্রি-লোডেড Windows 11 রয়েছে, অর্থাৎ আপনাকে আলাদা করে সফটওয়্যার আপগ্রেড করিয়ে নিতে হবে না। ASUS VivoBook 15 (2021) ল্যাপটপের ওজন 1.8 কিলোগ্রাম। চমৎকার ব্যাটারিও রয়েছে এই ল্যাপটপে, এক চার্জে 6 ঘণ্টার ব্যাকআপ দিতে পারে।