Joker Malware: ফের জোকার ম্যালওয়্যার হানা! ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারের হাতে যাওয়ার আগেই এই 50 অ্যাপ ডিলিট করুন

50 Malicious Apps: ফের ভয়ঙ্কর জোকার ম্যালওয়্যারের হানা! গুগল প্লে স্টোর থেকে এমনই 50টি অ্যাপের সন্ধান মিলেছে, যেগুলিতে Joker Malware খুঁজে পাওয়া গিয়েছে।

Joker Malware: ফের জোকার ম্যালওয়্যার হানা! ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারের হাতে যাওয়ার আগেই এই 50 অ্যাপ ডিলিট করুন
খুব সাবধান! আপনাকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিতে পারে জোকার ম্যালওয়্যার।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2022 | 2:33 PM

জোকার ম্যালওয়্যারের (Joker Malware) স্মৃতি ফিরল আবার! গুগল প্লে স্টোরে এমনই 50টি অ্যাপের (50 Malicious Apps) সন্ধান মিলেছে, যেগুলি ভয়ঙ্কর জোকার ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত। জ়েডস্কেলার থ্রেটল্যাবজ় সম্প্রতি এই নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। তবে সেই রিপোর্ট পাওয়া মাত্রই তড়িঘড়ি অ্যাকশনও নেয় গুগল। প্লে স্টোর (Google Play Store) থেকে এই 50টিই সংক্রামিত অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার ফোনে যদি এই অ্যাপগুলির একটিও থাকে, তাহলে যত দ্রুত সম্ভব ডিলিট করে দিন।

সিকিওরিটি রিসার্চ ল্যাব জ়েডস্কেলার থ্রেটল্যাবজ় আরও জানিয়েছে যে, জোকার, ফেসস্টিলার এবং কপার ম্যালওয়্যার পরিবারগুলিকে সম্প্রতি দেখা গিয়েছে অ্যাপের মাধ্যমে সংক্রামিত হতে। গুগলের অ্যান্ড্রয়েড সিকিওরিটি দলটিকে থ্রেটল্যাবজ় অবগত করা মাত্রই প্লে স্টোর থেকে এই সব ম্যালিশিয়াস অ্যাপগুলিকে সরিয়ে দেওয়া হয়। এদের প্রভাব ভয়ঙ্কর হতে পারে বলেও জানানো হয় জ়েডস্কেলার থ্রেটল্যাবজ়ের তরফে।

জোকার ম্যালওয়্যার কী?

জোকার একটি ম্যালওয়্যার যা প্রাথমিক ভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসের বিভিন্ন অ্যাপকে সংক্রামিত করে। গুগলের সিকিওরিটি গাইডলাইনগুলি পাশ কাটিয়ে প্লে স্টোরের বিভিন্ন অ্যাপকে আক্রমণ করে খতরনাক এই ম্যালওয়্যার। টার্গেট সেই অ্যাপগুলিকেই করা হয়, যেগুলি ব্যবহারকারীর নিত্যদিন প্রয়োজন হয়। গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যাপে ঢুকে পড়তে এই ম্যালওয়্যারকে পর্যায়ক্রমে আপডেট করতে হয় ট্রেল সিগনেচার, ভাইরাস কোড এবং প্লেলোড-রিট্রিভাল টেকনিক।

ইউজারের ফোনে ঢুকে পড়ার পর ভয়ানক এই ভাইরাস উপভোক্তার কন্ট্যাক্ট, ডিভাইস ডেটা এবং SMS মেসেজ পর্যন্ত চুরি করতে পারে। তারপরে ইউজারের ফোনের ভিতরে ঢুকে ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল চালিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে ব্যবহারকারীর ফোনের রিমোট অ্যাক্সেস নিয়ে নিতে পারে একজন হ্যাকার। আর একবার আপনার ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারের কাছে চলে যাওয়া মানেই বুঝতে পারছেন। তাই, ম্যালিশিয়াস অ্যাপগুলির তালিকা এখনই দেখে নিন। তার থেকেও বড় কথা হল, আপনার ফোনে থাকলে সেগুলিকে যত দ্রুত সম্ভব ডিলিট করে দিন।

এই 50টি অ্যাপে ভয়ঙ্কর জোকার ম্যালওয়্যারের আক্রমণ

1) ইউনিভার্সাল PDF স্ক্যানার

2) প্রাইভেট মেসেঞ্জার

3) প্রিমিয়াম SMS

4) স্মার্ট মেসেজেস

5) টেক্সট ইমোজি SMS

6) ব্লাড প্রেসার চেকার

7) ফানি কিবোর্ড

8) মেমোরি সাইলেন্ট ক্যামেরা

9) কাস্টম থিমড কিবোর্ড

10) লাইট মেসেজেস

11) থিমস ফটো কিবোর্ড

12) সেন্ড SMS

13) থিমস চ্যাট মেসেঞ্জার

14) ইনস্ট্যান্ট মেসেঞ্জার

15) কুল কিবোর্ড

16) ফন্টস ইমোজি কিবোর্ড

17) মিনি PDF স্ক্যানার

18) স্মার্ট SMS মেসেজেস

19) ক্রিয়েটিভ ইমোজি কিবোর্ড

20) ফ্যান্সি SMS

21) ফন্টস ইমোজি কিবোর্ড

22) পার্সোনাল মেসেজ

23) ফানি ইমোজি মেসেজ

24) ম্য়াজিক ফটো এডিটর

25) প্রফেশনাল মেসেজেস

26) অল ফটো ট্রান্সলেটর

27) চ্যাট SMS

28) স্মাইল ইমোজি

29) ওয়াও ট্রান্সলেটর

30) অল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট

31) কুল মেসেজেস

32) ব্লাড প্রেসার ডায়েরি

33) চ্যাট টেক্সট SMS

34) হাই টেক্সট SMS

35) ইমোজি থিম কিবোর্ড

36) আইমেসেঞ্জার

37) টেক্সট SMS

38) ক্যামেরা ট্রান্সলেটর

39) কাম মেসেজেস

40) পেইন্টিং ফটো এডিটর

41) রিচ থিম মেসেজ

42) কুইক টক মেসেজ

43) অ্যাডভান্সড SMS

44) প্রফেশনাল মেসেঞ্জার

45) ক্লাসিক গেম মেসেঞ্জার

46) স্টাইল মেসেজ

47) প্রাইভেট গেম মেসেজেস

48) টাইমস্ট্যাম্প ক্যামেরা

49) সোশ্যাল মেসেজ

50) পার্সোনাল মেসেজ