Jabra Evolve 2 ইয়ারবাড লঞ্চ হয়ে গেল, একসঙ্গে দুই ডিভাইসে কানেক্ট করা যাবে, দাম?

Jabra Evolve 2 ইয়ারবাডের দাম ভারতের বাজারে 38,122 টাকা। চলতি মাসের শেষ থেকেই অডিও ডিভাইসটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে কেনাকাটির জন্য উপলব্ধ হবে। একটাই মাত্র কালার ভ্যারিয়েন্ট রয়েছে এর, সেটি ক্লাসিক ব্ল্যাক।

Jabra Evolve 2 ইয়ারবাড লঞ্চ হয়ে গেল, একসঙ্গে দুই ডিভাইসে কানেক্ট করা যাবে, দাম?
ANC সাপোর্টেড নতুন TWS বাড নিয়ে এল Jabra।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2022 | 1:08 PM

Jabra ভারতে নতুন TWS ইয়ারবাড লঞ্চ করেছে। সংস্থার সেই লেটেস্ট TWS Earbuds-এর নাম Evolve 2। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, ইয়ারবাডটি এক্সক্লুসিভলি ডিজ়াইন করা হয়েছে হাইব্রিড এবং রিমোট ওয়ার্কিংয়ের জন্য। এই TWS ইয়ারবাড দুটি Jabra-র Evolve সিরিজ়ের নবতম সংযোজন। সংস্থা জানাচ্ছে, Evolve 2 ইয়ারবাড অনেকক্ষণ ধরে জ়ুম ও মাইক্রোসফট টিমের মতো প্ল্যাটফর্মে ভার্চুয়াল মিটিংয়ের জন্য সার্টিফায়েড। Jabra আরও দাবি করেছে, ডিভাইসটি লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করছে, যা ব্যাকগ্রাউন্ড নয়েজ় ক্যান্সেল করে আরও পরিষ্কার ও স্বচ্ছ কলিংয়ের বন্দোবস্ত করবে।

Jabra Evolve 2: ভারতে দাম

Jabra Evolve 2 ইয়ারবাডের দাম ভারতের বাজারে 38,122 টাকা। চলতি মাসের শেষ থেকেই অডিও ডিভাইসটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে কেনাকাটির জন্য উপলব্ধ হবে। একটাই মাত্র কালার ভ্যারিয়েন্ট রয়েছে এর, সেটি ক্লাসিক ব্ল্যাক।

Jabra Evolve 2: স্পেসিফিকেশন, ফিচার

Jabra Evolve 2 ইয়ারবাডে রয়েছে মাল্টিসেন্সর ভয়েস টেকনোলজি, যা গ্রাহকের সামগ্রিক কলিং পারফরম্যান্স মজবুত করে। একাধিক mics এবং Jabra-র নিজস্ব অ্যালগরিদম একত্রিত করে এই ইয়ারবাডটি গান শোনা বা ফোন কলে কথা বলার সময় পারিপার্শ্বিকের অতিরিক্ত কোলাহল দূর করবে। তার থেকেও বড় কথা হল, এই লেটেস্ট TWS ইয়ারবাড দ্বয় একসঙ্গে দুটি ডিভাইসে পেয়ার করা যেতে পারে। এতে একটি মাল্টিপয়েন্ট কানেকশন ফিচার রয়েছে, যার মাধ্যমে কাজটি সম্ভবপর হবে।

জাবরা ইভলভ 2-এ অ্যাডজাস্টেবল অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন (ANC) প্রযুক্তির বৈশিষ্ট্য রয়েছে, যা কর্মরত মানুষজনকে তাঁদের শোনার পছন্দ অনুসারে ANC-কে কাস্টমাইজ এবং পার্সোনালাইজ় করার সুবিধা প্রদান করে। সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে। এই ইয়ারবাড চিরন্তন শব্দগুলিকে ব্লক করে বিক্ষিপ্ততা কমিয়ে দেয়।

একটি কেস ডঙ্গলের সঙ্গে আসে জাবরার এই লেটেস্ট ইয়ারবাড, যা একটি পিসিতেও প্লাগ করা যেতে পারে। ডিভাইসটিতে 20 মিটার পর্যন্ত বেতার পরিসীমা রয়েছে। এই ধরনের পরিসরের সাহায্য নিয়ে Jabra Evolve 2 কর্মরত লোকদনের কলের মানের সঙ্গে আপস না করেই, তাঁদের বাড়ি বা যে কোনও হাইব্রিড কাজের লোকেশনে ঘোরাফেরা করতে দেয়, জানাচ্ছে Jabra।

দক্ষিণ এশিয়ায় Jabra-র পাবলিক সেক্টর ডিপার্টমেন্টের প্রধান, ভায়েস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পিটার জয়াসীলান বলছেন, “কোভিড অতিমারির পর বহু সংস্থায় এখনও ওয়ার্ক ফ্রম হোম চলছে। তাই সেই দিকটা মাথায় রেখে এবং মূলত কর্মরত মানুষজনের জন্য ডিজ়াইন করা হয়েছে এই নতুন ইয়ারবাড।”