ভারতেও Surface Laptop 5 ল্যাপটপ নিয়ে এল Microsoft, দাম 1,07,999 টাকা, কী ফিচার রয়েছে?

13.5 ইঞ্চির Microsoft Surface Laptop 5 এর দাম শুরু হচ্ছে 1,07,999 টাকা। এই মডেলটিতে রয়েছে Intel এর 12th Gen Core i5, 8GB RAM এবং 256GB স্টোরেজ। এর কমার্শিয়াল ভ্যারিয়েন্টটির দাম 1,11,899 টাকা।

ভারতেও Surface Laptop 5 ল্যাপটপ নিয়ে এল Microsoft, দাম 1,07,999 টাকা, কী ফিচার রয়েছে?
মাইক্রোসফট সারফেস ল্যাপটপের নতুন মডেল এবার ভারতেও উপলব্ধ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2022 | 4:10 PM

Microsoft Latest Laptop: মার্কিন টেক জায়ান্ট Microsoft তার Surface Laptop 5 ল্যাপটপ লঞ্চ করেছিল বেশ কিছু দিন আগে। কিন্তু ভারতে কবে নাগাদ এই ল্যাপটপ হাজির হবে, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ধোঁয়াশা ছিলই। অতঃপর সেই ল্যাপটপের ভারতে উপলব্ধতার কথা ঘোষণা করল Microsoft। শীঘ্রই ভারতে Surface Laptop 5 এবং Surface Pro 9 প্রডাক্ট দুটি ক্রয় করতে পারবেন উপভোক্তারা। ক্রোমা, বিজয় সেলস, অ্যামাজ়ন ডট ইন, রিলায়েন্স ডিজিটাল সহ বিভিন্ন অনলাইন এবং রিটেল স্টোরে এই নতুন মাইক্রোসফট প্রডাক্ট দুটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Microsoft Surface Laptop 5 ও Surface Pro 9: ভারতে দাম ও উপলব্ধতা

13.5 ইঞ্চির Microsoft Surface Laptop 5 এর দাম শুরু হচ্ছে 1,07,999 টাকা। এই মডেলটিতে রয়েছে Intel এর 12th Gen Core i5, 8GB RAM এবং 256GB স্টোরেজ। এর কমার্শিয়াল ভ্যারিয়েন্টটির দাম 1,11,899 টাকা। অন্য দিকে Surface Laptop 5, যাতে Core i7 চিপ এবং 16GB RAM ও 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে, যার দাম 1,78,999 টাকা। এই দাম ধার্য করা হয়েছে কনজ়িউমারদের জন্য। অন্যদিকে কমার্শিয়ালি এই ল্যাপটপের দাম 1,80,899 টাকা।

Microsoft Surface Laptop 5 ও Surface Pro 9: ফিচার ও স্পেসিফিকেশন

Surface Pro 9 ল্যাপটপে রয়েছে 13 ইঞ্চির পিক্সেলসেন্স ডিসপ্লে, যার চারদিকে পাতলা বেজ়েল রয়েছে। এই ডিসপ্লে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট অফার করে এবং এর রেজ়োলিউশন 2880 x 1920 পিক্সেল। গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত এই ল্যাপটপের ডিসপ্লে। এছাড়াও এটি sRGBB এবং ভিভিড কালার প্রোফাইল সাপোর্ট করে।

ইন্টেল কোর i5-1235U এবং Core i7-1255U প্রসেসর দ্বারা চালিত এই নোটবুক। গ্রাফিক্সের দিক থেকে ইন্টেলের Iris Xe এর সঙ্গে সংযুক্ত। নোটবুকটিতে 32GB পর্যন্ত RAM এবং 1TB SSD স্টোরেজ রয়েছে। ডলবি অ্যাটমোসের সঙ্গে একটি 2W স্টিরিও স্পিকারের সাপোর্ট দেওয়া হয়েছে এই নোটবুকে।

এই নোটবুকের পিছনে 4K ভিডিও সাপোর্টেড একটি 10MP ক্যামেরা এবং সামনে 1080p ভিডিয়ো রেকর্ডিং সাপোর্টেড একটি লেন্স রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে এই নোটবুকে রয়েছে Wi-Fi 6E এবং ব্লুটুথ 5.1। সফটওয়্যার হিসেবে Windows 11 এর সাপোর্ট রয়েছে।

এদিকে আবার Surface Laptop 5 এর দুটি আকার রয়েছে 13.5-ইঞ্চি এবং 15-ইঞ্চি। উভয়েরই sRGB এবং Vivid কালার প্রোফাইল রয়েছে। ল্যাপটপটি ডলবিভিশন আইকিউ সাপোর্ট করে এবং এতে গরিলা গ্লাস 5 পর্যন্ত সুরক্ষা রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে এটি ইন্টেল কোর i5-1235U এবং i7-1255U প্রসেসর দ্বারা চালিত।

এই ল্যাপটপে Windows Hello Face অথেন্টিকেশন বৈশিষ্ট্য সহ একটি এইচডি ওয়েবক্যাম রয়েছে। পাশাপাশি ডলবি অ্যাটমস সাপোর্ট সহযোগে ওমিসোনিক স্পিকারও দেওয়া হয়েছে। কানেক্টিভিটির দিক থেকে এতে রয়েছে Wi-Fi 6 এবং Bluetooth 5.1। এছাড়া Surface Pro 9 এর মতোই এই Surface Laptop 5-ও সফটওয়্যারের দিক থেকে চালিত হচ্ছে উইন্ডোজ 11 এর সাহায্যে।