1,999 টাকায় লঞ্চ হল Noise Colorfit Icon 3 স্মার্টওয়াচ, মিলবে 6 রঙে
Noise Colorfit Icon 3 Price: Noise ColorFit Icon 3-এ একটি 1.91-ইঞ্চি ডিসপ্লে এবং নেভিগেশনের জন্য একটি স্টাইলিস ক্রাউন দেওয়া হয়েছে। এছাড়াও এতে একটি বিল্ট-ইন স্পিকার এবং একটি মাইক্রোফোনও রয়েছে।
Noise Colorfit Icon 3 Features: স্মার্টওয়াচ ব্র্যান্ড নয়েজ (Noise) ভারতে একের পর এক স্মার্টওয়াচ এনে চলেছে। আর আপনিও আপনার পুরনো স্মার্টওয়াচটি পাল্টে নতুন স্মার্টওয়াচ কিনবেন ভাবছেন। তাহলে আর দেরি কেন? Noise ভারতে তাদের নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টওয়াচ নয়েজ কালারফিট আইকন 3 (Noise ColorFit Icon 3) লঞ্চ করেছে। এই ঘড়িটি মেটালিক ফিনিশ এবং পাতলা বেজেল দিয়ে তৈরি করা হয়েছে। সম্প্রতি Colorfit Icon 2 Vista লঞ্চ করা হয়েছে। আর সেই স্মার্টওয়াচটি মানুষের কাছে বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। তাকে খেয়ালে রেখেই কোম্পানি এই ঘড়িটি চালু করা হয়েছে। Noise ColorFit Icon 3-এ একটি 1.91-ইঞ্চি ডিসপ্লে এবং নেভিগেশনের জন্য একটি স্টাইলিস ক্রাউন দেওয়া হয়েছে। এছাড়াও এতে একটি বিল্ট-ইন স্পিকার এবং একটি মাইক্রোফোনও রয়েছে। বাজারে এত নতুন নতুন স্মার্টওয়াচ থাকতে এটাই কোন কিনবেন, এমন প্রশ্ন মনে আসতেই পারে। তাই কেনার আগে ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন।
নয়েজ কালারফিট আইকন 3-এর দাম:
ম্যাট গোল্ড, রোজ মাউভ, স্পেস ব্লু, মিডনাইট গোল্ড, ব্লু এবং জেট ব্ল্যাক রঙয়ে বাজারে এসেছে। Noise ColorFit Icon 3-এর দাম 1,999 টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন, দুর্দান্ত সব ফিচার সহ এই স্মার্টওয়াচটির দাম বেশ অনেকটাই কম। এটি Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
Noise ColorFit Icon 3-এর স্পেসিফিকেশন:
নয়েজ কালারফিট আইকন 3-এ 240 x 296 পিক্সেল রেজোলিউশন এবং 500 নিট উজ্জ্বলতা সহ একটি 1.91-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি চকচকে এবং ম্যাট ফিনিশ লুক দেওয়া রয়েছে। ঘড়ির নেভিগেশনের জন্য একটি কার্যকরী ক্রাউন বোতামও দেওয়া হয়েছে। ঘড়িটিতে ব্লুটুথ কলিংয়ের সুবিধাও রয়েছে। ঘড়িটিতে একটি বিল্ট-ইন স্পিকার এবং ল্যাগ-ফ্রি কলের জন্য একটি মাইক্রোফোন রয়েছে। এছাড়াও আরও অনেক ফিচার দেওয়া হয়েছে।
Noise ColorFit Icon 3 স্মার্টওয়াচটি হেলথ এবং ফিটনেসের দিকে বিশেষ খেয়াল রেখেছে। এতে নয়েজ হেলথ স্যুট সাপোর্ট করে। এছাড়াও হার্ট রেট মনিটর, রক্তের অক্সিজেন মাত্রা মাপার জন্য SpO2, ঘুম, স্ট্রেস দেওয়া হয়েছে। এছাড়াও এতে মহিলাদের জন্য পিরিয়ড ট্র্যাকিংয়েরও ফিচারও রয়েছে।
স্মার্টওয়াচে 100 টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। জল প্রতিরোধের জন্য এটির একটি IP67 রেটিং রয়েছে। এটিকে আপনি সাঁতার কাটার সময়ও ব্যবহার করতে পারবেন। ঘড়িটি এআই ভয়েস সাপোর্ট করে। এমনকি এতে QR কোড স্ক্যানারও রয়েছে। Noise ColorFit Icon 3-এ একটি 240mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এটি একবার চার্জে 7 দিন চলতে পারে। অর্থাৎ বার বার চার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন।