ভারতে আসছে রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও, কেনা যাবে অ্যামাজন থেকে?

আগামী ২৩ জুলাই ভারতে লঞ্চ হবে রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও। অ্যামাজনে ইতিমধ্যেই টিজার প্রকাশ পেয়েছে।

ভারতে আসছে রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও, কেনা যাবে অ্যামাজন থেকে?
২৩ জুলাই ভারতে লঞ্চ হবে এই দু'টি ডিভাইস।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 7:21 AM

রিয়েলমির নতুন স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২৩ জুলাই ভারতে লঞ্চ হবে রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও। রিয়েলমির এই দুই প্রোডাক্টের জন্য ‘ডেডিকেটেড পেজ’ তৈরি হয়েছে অ্যামাজন ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে। অর্থাৎ অ্যামাজন থেকে রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও কিনতে পারবেন আগ্রহীরা। কয়েক মাস আগে শোনা গিয়েছিল যে ভারতে রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও লঞ্চ হবে। তবে সেই সময় এই দুই প্রোডাক্ট লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। উল্লেখ্য, মে মাসে মালয়েশিয়ায় রিয়েলমি ওয়াচ ২ প্রো লঞ্চ হয়েছে। অন্যদিকে, ওই একই মাসে শ্রীলঙ্কায় লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও। রিয়েলমি সংস্থার দাবি রিয়েলমি ওয়াচ ২ প্রো- তে রয়েছে দু’সপ্তাহের ব্যাটারি লাইফ। সেই সঙ্গে রয়েছে ৯০টি ডেডিকেটেড স্পোর্টস মোড এবং built-in জিপিএস।

ভারতে রিয়েলমির এই দুই ডিভাইসের সম্ভাব্য দাম?

অ্যামাজনের টিজার পেজে বলা হয়েছে আগামী ২৩ জুলাই ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে লঞ্চ হবে রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও। দাম প্রসঙ্গে এখনও রিয়েলমি সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের অনুমান, মালয়েশিয়ায় রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও- র দাম যা, তার সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকতে পারে। মালয়েশিয়াল রিয়েলমি ওয়াচ ২ প্রো- এর দাম ছিল MYR ২৯৯। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৩০০ টাকা। অন্যদিকে, শ্রীলঙ্কায় রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও- এর দাম ছিল LKR ৮২৭৯। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০০০ টাকা। মনে করা হচ্ছে, ভারতেও রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও- র দাম এর আশপাশেই থাকবে।

অ্যামাজনের টিজার পেজের মাধ্যমে জানা গিয়েছে, কালো এবং গ্রে অর্থাৎ ধূসর রঙের স্ট্র্যাপ অপশন থাকছে রিয়েলমি ওয়াচ ২ প্রো- এর। অন্যদিকে, রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও পাওয়া যাবে Kandi Blue এবং Kandi Yellow অপশনে।

রিয়েলমি ওয়াচ ২ প্রো- এর সম্ভাব্য ফিচার

  • ১.৭৫ ইঞ্চির আয়তাকার টাচ কালার ডিসপ্লে থাকতে পারে।
  • একবার চার্জ দিলে ১৪ দিন অর্থাৎ দু’সপ্তাহ পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে বলে দাবি করেছে রিয়েলমি সংস্থা।
  • ২৪ ঘণ্টার হার্ট রেট মনিটর ফিচার থাকতে পারে এই স্মার্টওয়াচে। এই inbuilt হার্ট রেট সেনসরের সাহায্যে পাশাপাশি, একসারসাইজ করার সময় হার্ট রেট, ব্লাড অক্সিজেন মেজারমেন্ট, স্লিপ ডিটেকশন এবং আরও অনেক শারীরিক খুঁটিনাটি পরিমাপ করা যায়।
  • ৯০টি স্পোর্টস মোডের সঙ্গে এই স্মার্টওয়াচে থাকতে পারে থ্রি-অ্যাক্সিস অ্যাক্সিলেরোমিটার।
  • ৯০টি স্পোর্টস মোডের সাহায্যে আউটডোর রানিং, স্ট্রেংথ ট্রেনিং, ফুটবল, বাস্কেটবল, যোগ, ক্রিকেট এবং আরও অনেক কিছু করার বা খেলার সময় আপনার গতিবিধি নজরে রাখতে পারে।
  • এছাড়াও এই ঘড়ির সাহায্যে নোটিফিকেশন দেখা, অ্যালার্ম এবং রিমাইন্ডার সেট করা ও আরও অনেক কিছুই করা যেতে পারে।
  • IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিসট্যান্ট ফিচার থাকতে পারে এই স্মার্টওয়াচে।

রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও- এর সম্ভাব্য ফিচার

  • ১০ মিনিটের চার্জে এই ইয়ারবাডসের সাহায্যে ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা গান শোনা যাবে বলে দাবি করেছে রিয়েলমি সংস্থা।
  • ২ ঘণ্টায় এই ইয়ারবাডস চার্জ হয়ে যাবে বলে দাবি সংস্থার। এক্ষেত্রে টাইপ সি ইউএসবি চার্জার প্রয়োজন।
  • এই ইয়ারবাডসে থাকতে পারে ১৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ।
  • ১১.২ মিলিমিটার Bass Boost drivers ফিচার থাকতে পারে এই ইয়ারবাডসে।
  • নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনে environment noise cancellation (ENC) ফিচার থাকতে পারে।
  • এছাড়াও থাকতে পারে IPX4 সার্টিফিকেট, যার ফলে ইয়ারবাডস সোয়েট প্রুফ অর্থাৎ ঘাম হলেও অসুবিধা হবে না। গেমিং সেশনের ক্ষেত্রে এই ফিচার কাজে লাগে।

আরও পড়ুন- Asus Chromebook: ভারতে নতুন ছ’টি ল্যাপটপ লঞ্চ করেছে আসুস, দাম রয়েছে সাধ্যের মধ্যেই