Sony Bravia 55 Price: অনেকেই একটি স্মার্ট টিভি কিনার প্ল্য়ান করেও কিনে উঠতে পারেন না দামের কথা চিন্তা করে। আবার অনেক মানুষই সাধারণ টিভি ছেড়ে স্মার্ট টিভির দিকে ঝুঁকেছেন। আপনিও চাইলেই একটি স্মার্ট টিভি কিনে নিতে পারেন। তবে আপনি যদি একটি প্রিমিয়াম স্মার্ট টিভি কিনতে চান তাহলে আপনাকে আর প্রচুর টাকা খরচ করতে হবে না। অর্ধেকেরও কম দামে আপনি Sony Bravia-র একটি প্রিমিয়াম স্মার্ট টিভি কিনে নিতে পারবেন। অনেকেই হয়তো জানেন Sony Bravia একটি প্রিমিয়াম স্মার্ট টিভি ব্র্যান্ড। যার 55 ইঞ্চি মডেল কিনলেই দেওয়া হচ্ছে দারুণ ডিসকাউন্ট অফার। এই ডিসকাউন্ট অফারে সনি ব্রাভিয়া স্মার্ট টিভি (Sony Bravia Smart TV) সস্তায় কিনতে পারবেন। আপনি যদি সম্পূর্ণ ডিসকাউন্ট অফারের সুবিধা নেন, তাহলে Sony Bravia স্মার্ট টিভির দাম অর্ধেকেরও কম হবে। আসুন জেনে নিন টিভি কিনলে কী-কী ডিসকাউন্ট অফার এবং ডিল দেওয়া হচ্ছে।
Sony Bravia স্মার্ট টিভির দাম এবং অফার:
সোনি ব্রাভিয়া (Sony Bravia) স্মার্ট টিভি 55 ইঞ্চি স্ক্রিন বাজারে রয়েছে। এই স্মার্ট টিভিটি 99,999 টাকার পরিবর্তে 43 হাজার টাকায় কেনা যাবে। টিভিটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে 57,990 টাকায় বিক্রি করা হচ্ছে। SBI ক্রেডিট কার্ড দিয়ে কিনলে টিভিতে 10 শতাংশ ইন্সট্যান্ট ছাড় পেয়ে যাবেন। এর সঙ্গে 10 শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট অফার পাওয়া যাচ্ছে। 3,222 টাকার মাসিক ইএমআই বিকল্পে টিভি কেনা যাবে। টিভি কিনলে 14,500 টাকার বিনিময় অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ অফারের সুবিধা নেন, তাহলে আপনার স্মার্ট টিভির দাম 42,490 টাকায় নেমে আসবে। টিভিটি কিনলে জন্য 10 দিনের রিপ্লেসমেন্ট পলিসি পেয়ে যাবেন।
Sony Bravia স্মার্ট টিভির ফিচার:
সোনি ব্রাভিয়া (Sony Bravia) স্মার্ট টিভিতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো, ডিজনি + হটস্টার (Disney + Hotstar) এবং ইউটিউব সাবস্ক্রিপশন (Youtube) দেওয়া হচ্ছে। টিভিটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে। টিভিতে আল্ট্রা এইচডি 4K সাপোর্ট দেওয়া হয়েছে। এর ছবির রেজোলিউশন 3840×2160 পিক্সেল। টিভিতে 20W সাউন্ড আউটপুট রয়েছে। এর রিফ্রেশ সাপোর্ট 60Hz।
সাউন্ড সম্পর্কে বলতে গেলে, টিভিতে ডলবি অডিয়ো, ডলবি অ্যাটমস এবং ডিটিএস ডিজিটাল সার্উন্ডের সাপোর্ট করবে। এর মধ্যে ডুয়াল 10W স্পিকার দেওয়া হয়েছে। গেমিং অভিজ্ঞতা উন্নত করতে ডেডিকেটেড লো-লেটেন্সি মোড HDMI 2.1ও দেওয়া হয়েছে।
কানেকশনের জন্য় এতে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ v4.2, চারটি HDMI পোর্ট, অন্তর্নির্মিত Chromecast, একটি অডিয়ো জ্যাক এবং দু’টি USB পোর্ট দেওয়া হয়েছে। টিভির সঙ্গে আসা রিমোটে ভয়েস কমান্ড সাপোর্ট করে। টিভিতে বিল্ট-ইন মাইক্রোফোন দেওয়া হয়েছে। অ্যাপল এয়ারপ্লে এবং হোমকিটের সাপোর্টও রয়েছে।