Zebronics-এর এই ছোট প্রোজেক্টর ঘরেই বানাবে 200 ইঞ্চির সিনেমা হল

ZEB-PixaPlay 18 Price: জেব্রোনিকস ইন্ডিয়া (Zebronics India)। এবার বাড়িতে বসেই পাবেন সিনেমাহলের স্বাদ। Zebronics India ভারতে তাদের নতুন প্রজেক্টর জেব-পিক্সাপ্লে 18 (ZEB-PixaPlay 18) লঞ্চ করেছে। ZEB-PixaPlay 18 হল একটি LED প্রজেক্টর, যা হোম থিয়েটারের জন্য ডিজাইন করা হয়েছে।

Zebronics-এর এই ছোট প্রোজেক্টর ঘরেই বানাবে 200 ইঞ্চির সিনেমা হল
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 8:32 AM

Zebronics Projector: সিনেমা দেখতে ভালবাসেন? কিন্তু বার-বার সিনেমা হলে গিয়ে দেখা সম্ভব হয় না। আর তাছাড়াও সিনেমা হলে যাওয়া মানেই গাদাগুচ্ছের টাকা খরচ। এবার থেকে সিনেমা হলের মতো বড় পর্দায় ঝাঁ চকচকে সাউন্ডে সিনেমা দেখতে পারবেন তাও আবার বাড়তে বসেই। চমকে উঠলেন তো? তবে আপনাকে বলি এমনই সুযোগ দিচ্ছে, জেব্রোনিকস ইন্ডিয়া (Zebronics India)। এবার বাড়িতে বসেই পাবেন সিনেমাহলের স্বাদ। Zebronics India ভারতে তাদের নতুন প্রজেক্টর জেব-পিক্সাপ্লে 18 (ZEB-PixaPlay 18) লঞ্চ করেছে। ZEB-PixaPlay 18 হল একটি LED প্রজেক্টর, যা হোম থিয়েটারের জন্য ডিজাইন করা হয়েছে। এটি আপনাকে এক নিমেষে দেবে মাল্টিপ্লেক্সের অনুভূতি। ZEB-PixaPlay 18-এ একটি ইনবিল্ট স্পিকারও রয়েছে। স্পিকার থাকার কারণে এটি একটি সম্পূর্ণ হোম থিয়েটারের কাজ করে। 2022-এ কোম্পানিটি ডলবি অডিয়ো সহ ZEB-PixaPlay 17 LED প্রজেক্টর লঞ্চ করেছে। যা মানুষের মন জয় করেছিল। আর তাই এবার নতুন প্রজেক্টর লঞ্চ করল কোম্পানিটি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ZEB-PixaPlay 18 প্রজেক্টরে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার এবং OTT অ্যাপ ব্যবহার করার সুবিধাও রয়েছে।

ZEB-PixaPlay 18-এর ফিচার ও স্পেসিফিকেশন:

এটিতে শক্তিশালী প্রসেসর সহ 8 জিবি স্টোরেজ রয়েছে। ZEB-PixaPlay 18-এর সঙ্গে আলাদা করে অ্যাটাচ করা যেতে পারে সাউন্ড বারও। যদিও প্রসেসরের মডেল সম্পর্কে কোনও তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। এতে থাকছে 200 ইঞ্চির ফুল এইচডি একটি স্ক্রিন।

এতে ব্লুটুথ কানেকশন দেওয়া হয়েছে। এছাড়াও এতে ডুয়াল এইচডিএমআই এবং ডুয়াল ইউএসবি ইনপুট রয়েছে। এর ল্যাম্প লাইফ 30,000 ঘন্টা। এই প্রজেক্টরে মিরর কাস্টিংও রয়েছে। আপনি রিমোটের সাহায্য়ে কন্ট্রোল করতে পারবেন এই জেব-পিক্সাপ্লে 18 মডেলটি। এতে ওয়াল মাউন্টের অপশনও পেয়ে যাবেন। এতে ওয়াল মাউন্টও রয়েছে।

projectorr

ZEB-PixaPlay 18-এর দাম:

ফিচার ও স্পেসিফিকেশন দেখা নিশ্চয়ই বুঝতে পারলেন, যে এটি ঘরে আনা মাত্রই আপনি আপনার ঘরকে একটি মাল্টিপ্লেক্স বানিয়ে ফেলতে পারবেন। প্রত্য়েকটি সিনেমা বার-বার হলে গিয়ে টাকা খরচ করে দেখতে হবে না। এমনকি একবার টাকা খরচ করলেই আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মাল্টিপ্লেক্স। তবে দামের কথায় আসা যাক, প্রজেক্টরটির দাম 21,999 টাকা এবং এটি Flipkart থেকে কেনা যাবে। তবে জেব্রনিকসের (Zebronics) অফিশিয়াল সাইটে এই গ্যাজেটটির দাম প্রায় ডবল। তাই টাকা বাঁচাতে আপনি এই প্রজেক্টরটি Flipkart থেকে কিনতেই পারেন।