Film Shooting in Space: পরের লক্ষ্য মঙ্গল বা চাঁদ! প্রথমবার মহাকাশে সিনেমার শুটিং থেকে ফিরে বললেন রাশিয়ার পরিচালক

চাঁদ এবং মঙ্গলগ্রহ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে আগ্রহ চিরকালই বেশি। অনুমান, এবার হয়তো সিনেমার পরিচালকরাও চাঁদ এবং মঙ্গলগ্রহের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন। 

Film Shooting in Space: পরের লক্ষ্য মঙ্গল বা চাঁদ! প্রথমবার মহাকাশে সিনেমার শুটিং থেকে ফিরে বললেন রাশিয়ার পরিচালক
রাশিয়ার পরিচালক ক্লিম শিপেনকো।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 9:54 PM

সদ্যই মহাকাশে শুটিং সেরে ফিরেছেন রাশিয়ার পরিচালক ক্লিম শিপেনকো (Klim Shipenko)। ১২ দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে শুটিং করেছেন এই পরিচালক-প্রযোজক। পৃথিবীতে ফিরে ক্লিম জানিয়েছেন, এবার তাঁর লক্ষ্য চাঁদে গিয়ে সিনেমার শুটিং করা। এমনকি মঙ্গলগ্রহে গিয়েও ছবির শুটিং হতে পারে বলে আভাস দিয়েছেন পরিচালক। প্রসঙ্গত উল্লেখ্য, চাঁদ এবং মঙ্গলগ্রহ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে আগ্রহ চিরকালই বেশি। অনুমান, এবার হয়তো সিনেমার পরিচালকরাও চাঁদ এবং মঙ্গলগ্রহের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন।

রাশিয়ান ছবি ‘দ্য চ্যালেঞ্জ’- এর শুটিং হয়েছে মহাকাশে। এই সিনেমার একটি দৃশ্যে দেখানো হবে যে এক চিকিৎসক মহাকাশে গিয়ে এক নভশ্চরের প্রাণ বাঁচাবেন। সেই দৃশ্যের শুটিংয়ের জন্যই পৃথিবীর সীমানা পার করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন পরিচালক ক্লিম, রাশিয়ার অভিনেত্রী য়ুলিয়া পেরেসিলদ এবং দুই নভশ্চর। তাঁদের মধ্যেই এক কসমোনটকে সিনেমাতেও দেখা যাবে। জানা গিয়েছে, ওই চিকিৎসকের চরিত্রেই অভিনয় করেছে য়ুলিয়া।

উল্লেখ্য, চলতি বছর শুরুর দিকে মহাকাশে গিয়ে সিনেমার শুটিং করার কথা প্রকাশ্যে এনেছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। এর জন্য ইলন মাস্কের স্পেস এজেন্সির স্পেস এক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরিকল্পনা করছিলেন অভিনেতা। কিন্তু তাঁর ভাবনাচিন্তাকে টেক্কা দিয়ে সটান মহাকাশে পৌঁছেই গিয়েছেন ক্লিম শিপেনকো এবং তাঁর দল। মহাকাশে ছবির শুটিং করে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন তিনি। পাশাপাশি একই কারণে নজর কেড়েছেন অভিনেত্রী য়ুলিয়া পেরেসিলদও। এই প্রথম পৃথিবীর বাইরে মহাকাশে কোনও সিনেমার শুটিং হয়েছে। কার্যত ইতিহাস সৃষ্টি করেছেন রাশিয়ার পরিচালক এবং অভিনেত্রী। গত ৫ অক্টোবর বাকি ক্রু মেম্বারদের সঙ্গে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে ছিলেন পরিচালক ক্লিম এবং য়ুলিয়া। এক কার্ডিয়াক সার্জেনের চরিত্রে অভিনয় করেছেন এই রাশিয়ান অভিনেত্রী।

এমন যুগান্তকারী ঘটনা ঘটানোর পর এবার ওই পরিচালকের থেকে চাঁদ এবং মঙ্গলগ্রহেও সিনেমার শুটিং হতে পারে শুনে উৎসুক মহাকাশের ব্যাপারে আগ্রহীরা। তবে কোন সিনেমার শুটিং হবে, কবে হবে, আদৌ হবে কি না— বিস্তারিত কোনও ব্যাখ্যাই পাওয়া যায়নি এখনও। অন্যদিকে, টম ক্রুজ কবে স্পেস এক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মহাকাশে সিনেমার শুটিং করতে যাবেন, সে ব্যাপারেও বিশেষ কিছু জানা যায়নি।

মঙ্গলগ্রহে আপাতত প্রাণের অস্তিত্বের সন্ধানে অভিযান চালাচ্ছে মার্কিন স্পেস এজেন্সি নাসা। সেখানে রয়েছে রোভার পারসিভের‍্যান্স এবং মার্স হেলিকপ্টার ingenuity। অন্যদিকে চাঁদের দক্ষিণ মেরু অংশে অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিয়েছে নাসা। উল্লেখ্য, অন্ধকারাচ্ছন্ন এই অংশে এর আগে তেমনভাবে কোনও অভিযান হয়নি।

আরও পড়ুন- Mars: মঙ্গলের সঙ্গে ফের সংযোগ স্থাপন, ছুটি কাটিয়ে কাজে ফিরছে রোভার পারসিভের‍্যান্স

আরও পড়ুন- Mercury: সূর্যের সবচেয়ে কাছে থাকা গ্রহ ‘বুধ’ থেকে প্রথমবার শোনা গিয়েছে শব্দ!