1 ফেব্রুয়ারি থেকে WhatsApp সাপোর্ট করবে না এই 36 ফোনে, দেখে নিন তালিকা

WhatsApp Update: Android ফোনে WhatsApp চালাতে গেলে আপনার ফোনে অন্তত অ্যান্ড্রয়েড ভার্সন 4.0.3 বা তার পরবর্তী কোনও ভার্সন থাকতে হবে। অন্যদিকে যে সব iPhone, iOS ভার্সন 12 এবং তার পরবর্তী যে কোনও ভার্সন সাপোর্ট করবে সেগুলিতেই WhatsApp সাপোর্ট করবে।

1 ফেব্রুয়ারি থেকে WhatsApp সাপোর্ট করবে না এই 36 ফোনে, দেখে নিন তালিকা
কোন কোন ফোনে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2023 | 6:46 AM

WhatsApp News: পুরনো প্রজন্মের কোনও স্মার্টফোন ব্যবহার করছেন? হতে পারে তা অ্যান্ড্রয়েড বা আইফোন। তাহলে কিন্তু এবার আপনাকে ফোনটা বদলে নিতে হবে। তার কারণ আপনার ফোনে হয়তো আর WhatsApp সাপোর্ট না-ও করতে পারে। iPhone 6, iPhone SE বা পুরনো Android হলে 1 ফেব্রুয়ারি, 2023 থেকেই সেই সব ফোনে আর WhatsApp কাজ করবে না।

এখন Android ফোনে WhatsApp চালাতে গেলে আপনার ফোনে অন্তত অ্যান্ড্রয়েড ভার্সন 4.0.3 বা তার পরবর্তী কোনও ভার্সন থাকতে হবে। তবেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। অন্যদিকে যে সব iPhone, iOS ভার্সন 12 এবং তার পরবর্তী যে কোনও ভার্সন সাপোর্ট করবে সেগুলিতেই WhatsApp সাপোর্ট করবে। এর আগের অর্থাৎ পুরনো iOS ভার্সনগুলিতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

WhatsApp সাপোর্ট করবে না এই 36 ফোনে

1) Samsung Galaxy Core

2) Samsung Galaxy Trend Lite

3) Samsung Galaxy Ace 2

4) Samsung Galaxy S3 Mini

5) Samsung Galaxy Trend Ii

6) Samsung Galaxy X Cover 2

7) Apple iPhone 6S

8) Apple iPhone 6S Plus

9) Apple iPhone SE (1st Gen)

10) Vinco Darknight

11) Archos 53 Platinum

12) ZTE V956 – Umi X2

13) ZTE Grand S Flex

14) ZTE Grand Memo

15) Huawei Ascend Mate

16) Huawei Ascend G740

17) Huawei Ascend D2

18) Lg Optimus L3 Ii Dual

19) Lg Optimus L5 Ii

20) Lg Optimus F5

21) Lg Optimus L3 Ii

22) Lg Optimus L7ii

23) Lg Optimus L5 Dual

24) Lg Optimus L7 Dual

25) Lg Optimus F3

26) Lg Optimus F3q

27) Lg Optimus L2 Ii

28) Lg Optimus L4 Ii

29) Lg Optimus F6

30) Lg Act

31) Lg Lucid 2

32) Lg Optimus F7

33) Sony Xperia M

34) Lenovo A820

35) Feya F1thl W8

36) Vico Sync Five

এদিকে একাধিক পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং আইফোন থেকে যখন WhatsApp সাপোর্ট তুলে নেওয়া হচ্ছে, ঠিক তখনই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার গ্রাকদের জন্য নতুন ক্যামেরা মোড চালু করেছে। সেই নতুন ক্যামেরা মোডের মাধ্যমে ব্যবহারকারীরা হ্যান্ডস-ফ্রি অবস্থায় হোয়াটসঅ্যাপ ভিডিয়ো রেকর্ড করতে পারবেন। এই মুহূর্তে কোনও WhatsApp ভিডিয়ো রেকর্ড করতে ব্যবহারদের ক্যামেরা বাটনটি ট্যাপ ও হোল্ড করতে হয়। এখন এই নতুন ফিচারে তাঁরা কেবল ভিডিয়ো মোডে সুইচ করলেই যে কোনও ক্লিপ রেকর্ড করতে পারবেন।

নতুন ভিডিয়ো মোডটি যোগ করা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য WhatsApp 2.23.2.73 আপডেটে। আপডেটটি ইতিমধ্যেই Google Play Store-এ উপলব্ধ হয়েছে। যাঁরা হোয়াটসঅ্যাপের এহেন সুইচ ক্যামেরা ফিচারটি ব্যবহারে আগ্রহী, তাঁদের প্লে স্টোর থেকে WhatsApp অ্যাপটি আপডেট করে নিতে হবেষ এবং তারপর তাঁরা সুইচ করে ভিডিয়ো রেকর্ড করতে পারবেন।