শিগগিরই Windows 12 নিয়ে আসছে Microsoft, বিনামূল্যেই Windows 11 থেকে আপডেট, আকর্ষণীয় ফিচারে ভরপুর

Windows 12 আসতে খুব একটা দেরি হবে না। একাধিক রিপোর্ট অনুযায়ী, 2024 সালেই লঞ্চ হতে পারে উইন্ডোজ় 12। অর্থাৎ উইন্ডোজ় 11-র পরবর্তী সংস্করণটি তিন বছরেরও কম সময়ে পেতে চলেছেন ব্যবহারকারীরা।

শিগগিরই Windows 12 নিয়ে আসছে Microsoft, বিনামূল্যেই Windows 11 থেকে আপডেট, আকর্ষণীয় ফিচারে ভরপুর
উইন্ডোজ় 12 নিয়ে আসছে মাইক্রোসফট।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 2:37 PM

Windows 12 Launch News: 2021 সালের 11 অক্টোবর Windows 11 রিলিজ় করেছিল Microsoft। সে সময় বলা হয়েছিল, উইন্ডোজ় 11 দিয়ে নতুন যুগের সূচনা হতে চলেছে। এক লহমায় ব্যবহারকারীরা Windows 10 থেকে Windows 11-এ নিজেদের আপগ্রেড করে নিতে পারতেন। সংস্থাটি দাবি করেছিল, এটি এমনই অপারেটিং সিস্টেম, যা আপনি ভালবাসেন, সেটাকেই আপনার কাছে নিয়ে আসে। উইন্ডোজ় 10 থেকে উইন্ডোজ় 11 লঞ্চের মাঝের ফাঁকটা ছিল অনেক লম্বা। 2015 সালে উইন্ডোজ় 10 লঞ্চ করেছিল, তার প্রায় ছয় বছর পর 2021 সালে বাজারে আসে উইন্ডোজ় 11। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ় ভার্সন’ বলা হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী উইন্ডোজ় অপারেটিং সিস্টেমের জন্যও কি আমাদের ছয় বছর অপেক্ষা করতে হবে? না, তবে আমাদের এতটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তার কারণ Windows 12 আসতে খুব একটা দেরি হবে না। একাধিক রিপোর্ট অনুযায়ী, 2024 সালেই লঞ্চ হতে পারে উইন্ডোজ় 12। অর্থাৎ উইন্ডোজ় 11-র পরবর্তী সংস্করণটি ব্যবহারকারীরা তিন বছরেরও কম সময়ে পেতে চলেছেন।

Windows 12: কবে নাগাদ লঞ্চ করতে পারে

বেশ কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 2024 সালের প্রথম দিকেই লঞ্চ হতে পারে উইন্ডোজ় 12। যদিও Lifewire-এর একটি রিপোর্টে আবার দাবি করা হয়েছে, 2024 যদি না হয়, তাহলে 2026 সালের শেষে লঞ্চ করা হতে পারে উইন্ডোজ় 12। এদিকে জার্মানির একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে Tom’s Hardware তাদের একটি রিপোর্টে দাবি করছে, 2022 সালের ফেব্রুয়ারি মাসেই Windows 12 নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিল মাইক্রোসফট, যা উইন্ডোজ় 11 লঞ্চের মাত্র ছয় মাস পর।

Windows 12: ফ্রি-তে আপগ্রেড করে নিতে পারবেন Windows 11 ব্যবহারকারীরা?

উইন্ডোজ় 11 থেকে 12-তে আপগ্রেড করতে ইউজারদের একটা টাকাও খরচ করতে হয়নি। Windows 12-এর ক্ষেত্রেও খুব সম্ভবত তেমনটাই হতে চলেছে। অর্থাৎ Windows 11 ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যেই নিজেদের Windows 12-এ আপগ্রেড করে নিতে পারবেন। যদিও মাইক্রোসফট এ বিষয়ে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এমনকি, তারা যে উইন্ডোজ় 12 নিয়ে কাজও শুরু করে দিয়েছে, সে কথাও জানায়নি Microsoft।

Windows 12: কী ফিচার থাকতে পারে?

Windows 12 ব্যবহারকারীরা একাধিক নতুন ফিচারের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। জল্পনা চলছে, এই অপারেটিং সিস্টেমে একটি নতুন ইউজ়ার ইন্টারফেস দেওয়া হচ্ছে, যাতে ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার থাকবে। যে হারে ChatGPT-র রমরমা বাড়ছে, তা থেকে পরিষ্কার যে উইন্ডোজ় 12-এ AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করা হবে। আর তার মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক জরুরি কাজ করে নিতে পারবেন। মনে করা হচ্ছে, এই নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গেই আবার অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হবে এবং APK ফাইলের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন।