SIR: সীমান্তের জেলায় ১০০ শতাংশ ভোটার বৃদ্ধি, হচ্ছে কীভাবে!
এসআইআর শুরু হওয়ার পর স্পষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অবস্থান। তাদের নামও উঠেছে ভোটার তালিকায়। এরই মধ্যে সামনে আসছে নির্বাচন কমিশনের পরিসংখ্যান। তাতে দেখা যাচ্ছে, সীমান্ত এলাকায় ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে ব্যাপকহারে।
২০০২ থেকে ২০২৫। নজর কাড়ল পশ্চিমবঙ্গের ভোটার বৃদ্ধির হার। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, কলকাতায় ভোটার বৃদ্ধি হয়েছে মাত্র ৪ শতাংশ আর সীমান্তবর্তী জেলায় সেই হার ১০০ ছাড়িয়েছে। পুরো পশ্চিমবঙ্গে ভোটার বৃদ্ধি হয়েছে ৬৭.২৮ শতাংশ। মালদহে ৯৫ শতাংশ, জলপাইগুড়িতে ৮২ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮৩ শতাংশ ভোটার বেড়েছে। আর সবথেকে বেশি বৃদ্ধি হয়েছে উত্তর দিনাজপুরে। সেখানে ১০৫ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে এই কয়েক বছরে।
এই তথ্য থেকেই আবারও প্রশ্ন উঠেছে, তবে কি অনুপ্রবেশকারীদের ভিড় বেড়েছে? এদিকে, বিভিন্ন জায়গায় বাংলাদেশি কলোনিতে ঘরের পর ঘর ফাঁকা হয়ে যাচ্ছে।

