Anubrata Health News: এসএসকেএম বলল ‘সুস্থ’, ২৪ ঘণ্টার মধ্যেই বাড়িতে ডাক্তার ডেকে নতুন বিতর্কে অনুব্রত

Anubrata Mondal News: এখন প্রশ্ন, ফিসচুলার ব্যথা নিয়েও কীভাবে গাড়িতে কলকাতা এলেন অনুব্রত মণ্ডল? বেগতিক দেখেই ডিএম অফিসের কোর্টে বল ঠেললেন হাসপাতাল সুপার।

Anubrata Health News: এসএসকেএম বলল 'সুস্থ', ২৪ ঘণ্টার মধ্যেই বাড়িতে ডাক্তার ডেকে নতুন বিতর্কে অনুব্রত
| Updated on: Aug 10, 2022 | 8:33 PM

বোলপুর: অনুব্রত মণ্ডলের বাড়িতে বোলপুর মহকুমা হাসপাতালের ৫ চিকিৎসক। কার নির্দেশে কেষ্টর বাড়িতে ডাক্তার গেল? শাসক দলের নেতা নিজেই যোগাযোগ করেছিলেন? সুপার বুদ্ধদেব মুর্মুর সাফাই, “জেলা প্রশাসনের তরফেই হাসাপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশাসনিক নির্দেশেই ডাক্তার দেখেছেন।” কেমন আছেন অনুব্রত মণ্ডল? সব দেখার পর, জেলা মহকুমা হাসপাতালের চিকিৎসকদের ‘অবজারভেশন’, ফিসচুলা নিয়ে হাঁটাচলা করা সম্ভব নয়, একটু সতর্ক থাকতে হবে।

এখন প্রশ্ন, ফিসচুলার ব্যথা নিয়েও কীভাবে গাড়িতে কলকাতা এলেন অনুব্রত মণ্ডল? বেগতিক দেখেই ডিএম অফিসের কোর্টে বল ঠেললেন হাসপাতাল সুপার।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টা আগেই এসএসকেএম জানিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডল সুস্থ। দীপ্তেন্দ্র সরকারের মতো চিকিৎসক বিশিষ্ট মেডিক্যাল বোর্ড স্পষ্ট করে দিয়েছে, তাঁর এখনই ভর্তি হওয়ার প্রয়োজন নেই। রাজ্যের উৎকর্ষ যে সুপার স্পেশালিটি হাসপাতাল অনুব্রত মণ্ডলকে সুস্থ সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিল, সেখানে জেলা মহকুমা হাসপাতাল কীভাবে উল্টো সুর গাইছে। দুই হাসপাতালের দুই ‘রিপোর্ট কার্ড’ নিয়েই নতুন করে তৈরি হল বিতর্ক।

Follow Us: