তেজস্বীর অগ্নিপরীক্ষা আজ, নীতীশকে হারিয়ে মুখ্যমন্ত্রী হতে পারবেন?
Bihar Assembly Election 2025: প্রথম দফায় পটনা, দ্বারভাঙ্গা, সাহারসা, মধেপুরা, সারণ, গোপালগঞ্জ, বৈশালী, সমস্তিপুর, লখিসরাই, মুঙ্গের, বক্সার সহ একাধিক জেলায় ভোট রয়েছে। আজ ভাগ্য পরীক্ষা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দুই পুত্র তেজ প্রতাপ যাদব ও তেজস্বী যাদবের।
আজ, ৬ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। ১৮টি জেলায় মোট ১২১টি আসনে ভোট গ্রহণ হবে। ৩.৭৫ কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ১৩১৪ জন প্রার্থীর। প্রথম দফায় পটনা, দ্বারভাঙ্গা, সাহারসা, মধেপুরা, সারণ, গোপালগঞ্জ, বৈশালী, সমস্তিপুর, লখিসরাই, মুঙ্গের, বক্সার সহ একাধিক জেলায় ভোট রয়েছে। আজ ভাগ্য পরীক্ষা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দুই পুত্র তেজ প্রতাপ যাদব ও তেজস্বী যাদবের। মহুয়া ও রাঘপুর থেকে লড়ছেন দুই ভাই। অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীরও। এছাড়া সদ্য বিজেপিতে যোগ দেওয়া গায়িকা মৈথিলী ঠাকুর, গায়ক-অভিনেতা খেসরিলাল যাদবেরও।