Bengal Election 2021: ইটবৃষ্টি রুদ্রনীলের মিছিলে, আক্রান্ত TV9 Bangla

আক্রান্ত TV9 Bangla। 'আমরা এখানে যা করাব, সেটাই খবর', দাবি আক্রমণকারীদের। ভোট বাংলায় খবর সংগ্রহ করতে গিয়ে বারংবার আক্রমণের মুখে পড়েছে সংবাদমাধ্যম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সংবাদমাধ্যমের বাক-স্বাধীনতা নিয়ে।

| Updated on: Apr 19, 2021 | 4:22 PM

উত্তেজিত খিদিরপুর। রুদ্রনীলের (Rudranil Ghosh) মিছিলে ইটবৃষ্টি। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে।

 

‘পুলিশ তৃণমূলের ব্যাজ পরুক’, কটাক্ষ রুদ্রের। তৃণমূলের পক্ষপাতিত্ব করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ, অভিযোগ বিজেপি (BJP) কর্মী সমর্থকদের।

 

পাশাপাশি আক্রান্ত TV9 Bangla। ‘আমরা এখানে যা করাব, সেটাই খবর’, দাবি আক্রমণকারীদের। ভোট বাংলায় খবর সংগ্রহ করতে গিয়ে বারংবার আক্রমণের মুখে পড়েছে সংবাদমাধ্যম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সংবাদমাধ্যমের বাক-স্বাধীনতা নিয়ে।

 

[embedyt] [/embedyt]

Follow Us: