বাংলাদেশি মুসলিমদের কী করবে BSF, বলে দিলেন শুভেন্দু

|

Nov 03, 2025 | 2:26 PM

Suvendu Adhikari on SIR: শুভেন্দু বললেন, “নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে। এখন সাপ বেরচ্ছে। আজকেও বলছি পালাও। হাতে এখনও ২৪ ঘণ্টা আছে। ৪ তারিখের আগে পালাও। ৪ তারিখে ফর্ম বিতরণের পর যে ফর্মগুলো রিটার্ন আসবে না, বাংলাদেশি মুসলিমদের ডিপোর্ট করবে বিএসএফ।” 

এসআইআর (SIR) শুরুর আগেই বাংলাদেশে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বিএসএফের হাতে ধরাও পড়েছে অনেকে। এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামিকাল, ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর। তার আগেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঙ্কার দিয়ে শুভেন্দু বললেন, “নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে। এখন সাপ বেরচ্ছে। আজকেও বলছি পালাও। হাতে এখনও ২৪ ঘণ্টা আছে। ৪ তারিখের আগে পালাও। ৪ তারিখে ফর্ম বিতরণের পর যে ফর্মগুলো রিটার্ন আসবে না, বাংলাদেশি মুসলিমদের ডিপোর্ট করবে বিএসএফ।”

তিনি আরও বলেন, “যে রাস্তা দিয়ে এসেছেন, কালকে ভোর হওয়ার আগে সেই রাস্তা দিয়ে পালান। ৭ ফেব্রুয়ারি ভোটার লিস্টে নাম না থাকলে রাজ্যের পুলিশ বাঁচাতে পারবে না। ২০-২৫ শতাংশ মুসলিম বাংলাদেশি পালিয়েছে। সীমান্ত এলাকার গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে। নিউটাউনে কাজের লোকগুলো নেই। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয়। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। সাপগুলো এখন বেরচ্ছে।”

 

Published on: Nov 03, 2025 02:26 PM