Prashant Kishor Audio: ক্লিপ ভাইরালের পর টুইট, ‘বিজেপি একশো আসনও পাবে না’

ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের এই অডিয়ো ক্লিপই ভাইরাল।

মোদীর নামে ভোট। হিন্দুত্বের নামে ভোট। মোদী, হিন্দি ভাষী, তপসিলি জাতি, এসবই এবারের নির্বাচনে ফ্যাক্টর। শুভেন্দু গেলেন, প্রশান্ত কিশোর এলেন, এসব কোনও বিষয়ই নয়। মোদী বাংলায়ও জনপ্রিয়। এখানে ১ কোটির ওপর হিন্দি ভাষী রয়েছেন। ২৭ শতাংশ দলিত রয়েছে। আর তাঁরা বিজেপির পাশে। এর সঙ্গে রয়েছে মেরুকরণ। ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের এই অডিয়ো ক্লিপই ভাইরাল। টুইট করে প্রশান্ত কিশোরের দাবি, “অডিয়োর অংশ বিশেষ প্রকাশ করা হয়েছে। পুরো চ্যাট প্রকাশ করা হোক। বিজেপি বাংলায় একশো আসন পার করব না” এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

Click on your DTH Provider to Add TV9 Bangla