স্ট্র্যান্ড রোডের আগুনে একাধিক মৃত্যুর আশঙ্কা

রাত ৯ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও একাধিক দমকল কর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

| Updated on: Mar 08, 2021 | 10:45 PM

বড়বাজারে ফের অগ্নিকাণ্ড (Fire)। বড়বাজারের (Burrabazar) ১৪ নম্বর স্ট্যান্ড রোডের একটি বহুতলে আগুন লেগেছে। বহুতলের ১৩ তলায় একটি অফিস ঘরে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন। বর্তমানে দমকলের যাতায়াতের সুবিধার্তে স্ট্র্যান্ড রোড বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের দফতরে ওই আগুন লাগে। ওই ১৩ তলাতেই দক্ষিণ-পূর্ব রেলের চার্ট তৈরির সার্ভার রয়েছে। ফলে সেই সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রাত ৯ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও একাধিক দমকল কর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রাত ১০ টা ১০ নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও রয়েছেন সেখানে। দমকল কর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানান ফিরহাদ। যদিও কতজনের মৃত্যু হয়ে থাকতে পারে সেই বিষয়ে তিনি কিছু জানাননি।

 

Follow Us: