Cooch Behar: কোথায় গেলেন সীমান্তবর্তী এলাকার বহু বাসিন্দা?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2025 | 5:39 PM

Cooch Behar: ভোটের সময় বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে এসে ভোট প্রদান করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আরও বহু অনুপ্রবেশকারী একইভাবে এই অঞ্চলে বসবাস করছেন এবং ভারত ও বাংলাদেশের উভয় দেশের ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে।

কোচবিহার: সীমান্তবর্তী এলাকায় আবারও বেআইনি ভোটার তালিকাভুক্তি নিয়ে চাঞ্চল্য। কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২৫ তিস্তা পয়স্তি এলাকার ২২২ নম্বর বুথে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের নাম ভারতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগে তীব্র আলোড়ন। ২০০২ এর তথ্য অনুযায়ী বর্তমানে এইসব এলাকায় ভোট বেড়েছে 4/5 গুণ । আর এখানেই দেখা দিয়েছে চাঞ্চল্য। অভিযোগ আরও, ভোটের সময় বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে এসে ভোট প্রদান করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আরও বহু অনুপ্রবেশকারী একইভাবে এই অঞ্চলে বসবাস করছেন এবং ভারত ও বাংলাদেশের উভয় দেশের ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে।

Published on: Nov 04, 2025 05:38 PM