Corona Update : বাড়ি কাছে, তাই পায়ে হেঁটেই হাসপাতালে কোভিড পজিটিভ!

'কাছে বাড়ি, তাই হেঁটেই এসেছি', বক্তব্য নির্বিকার রোগীর। কোভিড আক্রান্তের মধ্যে ন্যূনতম সচেতনতার অভাব দেখে স্বাভাবিকভাবে চোখ কপালে হাসপাতাল কর্তৃপক্ষের। কোভিড রোগীর পাশ থেকে হেঁটে চলে যাওয়া নাগরিকদের প্রশ্ন করলে তাঁদের সাফ উত্তর, "আর ক'দিন বাঁচব?"

| Updated on: Apr 13, 2021 | 4:25 PM

পায়ে হেঁটে হাসপাতালে করোনা (Corona) রোগী! গায়ে হাফহাতা গেঞ্জি, মুখে যা হোক অবস্থায় ঝুলছে মাস্ক। বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকল বেলেঘাটা আইডি।

‘কাছে বাড়ি, তাই হেঁটেই এসেছি’, বক্তব্য নির্বিকার রোগীর। কোভিড (Covid) আক্রান্তের মধ্যে ন্যূনতম সচেতনতার অভাব দেখে স্বাভাবিকভাবে চোখ কপালে হাসপাতাল কর্তৃপক্ষের। কোভিড রোগীর পাশ থেকে হেঁটে চলে যাওয়া নাগরিকদের প্রশ্ন করলে তাঁদের সাফ উত্তর, “আর ক’দিন বাঁচব?”

মারণব্যাধির সামনে যেখানে ক্রমশ ভাঙন ধরছে স্বাস্থ্য পরিকাঠামোয় (Health Ministry), সেখানে রোগীদের এমন আচরণে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে দীর্ঘক্ষণ করোনা হাসপাতালে করোনা পজিটিভের এমনভাবে দাঁড়িয়ে থাকার ঘটনায় যে রীতিমত অসুরক্ষিত স্বাস্থ্যকর্মী সহ অন্যান্যরা, তা বলাই বাহুল্য।

 

[embedyt] [/embedyt]

Follow Us: