দীর্ঘ অপেক্ষার অবসান। আজই ভার্চুয়ালি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন মেট্রো স্টেশন চালু হওয়ায় খুব কম সময়ে কলকাতা পৌঁছতে পারবেন শয়ে শয়ে যাত্রী। গত ২৩ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হয় নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর। সে সময় মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, মাস দেড়েকের ট্রায়ালের পরই যাত্রী নিয়ে এই রুটে ছুটবে মেট্রো। সেইমতই সোমবার আনুষ্ঠানিকভাবে এই রুটে মেট্রো চলাচল শুরু হবে।