তলে তলে এই কাজ করছিল Pakistan, সব ফাঁস করে দিলেন Donald Trump!
Donald Trump, Pakistan: পাকিস্তান এখন বেপরোয়া। তারা ভারতকে অশান্ত করছে চাইছে। আর সেই কারণেই এমন পরীক্ষা-নিরীক্ষা করছে পাকিস্তান। তবে কি তলে তলে পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে আমাদের পড়শি মুলুক? ঠিক কী বলেছেন ট্রাম্প?
ফের পরমাণু অস্ত্র পরীক্ষায় পাকিস্তান। আর সেই দাবি করছেন খোদ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি তলে তলে পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে আমাদের পড়শি মুলুক? ঠিক কী বলেছেন ট্রাম্প?
“শুধু আমেরিকাই পরমাণু অস্ত্র পরীক্ষা করছে, এমন নয়। রাশিয়া, উত্তর কোরিয়া ও চিন বা পাকিস্তানের মতো দেশও পরমাণু অস্ত্র পরীক্ষা করছে”, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাকিস্তান কেন পরমাণু অস্ত্র পরীক্ষা করছে? আসলে পাকিস্তান এখন বেপরোয়া। তারা ভারতকে অশান্ত করছে চাইছে। আর সেই কারণেই এমন পরীক্ষা-নিরীক্ষা করছে পাকিস্তান।
Published on: Nov 03, 2025 04:48 PM