Bengal Election 2021: ভোট চতুর্থীতে রক্তাক্ত বাংলা, মৃত ৫

'ভোট হিংসায় প্ররোচনা বিজেপির, ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী', স্পষ্ট জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। উলুবেরিয়ার শ্যামসুন্দর চকে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। তদন্তে পুলিশ। কর্মঠ কর্মীর মৃত্যুতে অভিযোগের তির তৃণমূলের দিকে।

| Updated on: Apr 10, 2021 | 6:13 PM

ভোট (West Bengal Election 2021) চতুর্থী ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। অগ্নিগর্ভ শীতলকুচি (Shitalkuchi)। পাঠানটুলিতে গুলিবিদ্ধ ১ বিজেপি কর্মী। জোরপাটকিতে মৃত ৪।

‘উত্তরবঙ্গে একটাও আসনে জিতবে না তৃণমূল’, TV9 বাংলাকে সাফ জানালেন বিজেপি (BJP) নেতা। পাশাপাশি পোশাক মন্তব্যে প্রধানমন্ত্রী বিঁধলেন তৃণমূল (TMC) নেত্রী সুদীপ্তা রায়চৌধুরী।

‘ভোট হিংসায় প্ররোচনা বিজেপির, ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী’, স্পষ্ট জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। অন্যদিকে উলুবেরিয়ার শ্যামসুন্দর চকে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। তদন্তে পুলিশ। কর্মঠ কর্মীর মৃত্যুতে অভিযোগের তির তৃণমূলের দিকে।

 

[embedyt] [/embedyt]

Follow Us: