বিশেষ চাহিদা সম্পন্নদের ফুলদোল

তিকূলতাকে প্রতি মুহূর্তে জয় করে বাঁচতে হয় ওঁদের। শ্যাম পার্কের সামনে রঙিন পোশাক পরে সমবেত হওয়া এই মানুষগুলোর জীবনে আজ এক ফালি বসন্ত।

| Updated on: Apr 08, 2021 | 6:46 PM

ওঁদের রোজকার জীবনে রঙের ছিটেফোঁটাও নেই। প্রতিকূলতাকে প্রতি মুহূর্তে জয় করে বাঁচতে হয় ওঁদের। শ্যাম পার্কের সামনে রঙিন পোশাক পরে সমবেত হওয়া এই মানুষগুলোর জীবনে আজ এক ফালি বসন্ত। ওঁরা কেউ বিশেষ চাহিদা সম্পন্ন, কেউ আবার প্রতিবন্ধকতায় যন্ত্রণা ক্লিষ্ট, কেউ জন্মান্ধ, কারও আবার মাথার ওপর ছাদটুকুও নেই, তাঁরা পথবাসী। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংবেদন’-এর বৈতালিকে সামিল হয়ে ওঁরাই আজ গৃহবাসীদের বলছেন, “খোল দ্বার খোল লাগল যে দোল”। রাধাকৃষ্ণ সেজে শঙ্খধ্বনি, খোলের বোল আর করতালের সঙ্গতে আজ রাঙা হাসি রাশি রাশি ওদের মুখে। নাজমুল হুসেন ভালবাসেন আবৃত্তি করতে। দেবজ্যোতি আবার দারুণ তবলা বাজায়, পিয়ালির মতো শিশুদের কথা বলতে অসুবিধে হয়, তবুও সে আজ গান গাইছে। নাচ করবে বলে সুন্দর করে সেজেছে! ওদের মনে হাজার আলোর ঝাড়বাতি, কারও মাথায় হাজার রঙের কাঁপন। ওদের কারও আবার সমস্যা হয় নিজেদের বহিঃপ্রকাশের।

 

Follow Us: