যৌনপল্লীর আঁধার থেকে ক্যালেণ্ডারের মুখ জীবন যুদ্ধে জয়ীদের

কৈশোরে বা অতীত জীবনে কিছু নৃশংস মানুষের খপ্পরে পড়ে পাচার হয়ে যান সাধনা, সূচি, আশা, নাসিমা, অহনা, মুক্তা, প্রগতি, কাশি, মাহি, নেহা, শেফালি আর সৌম্যা। ইন্টারন্যাশানাল জাস্টিস মিশনের তৎপরতায় সেইসব মেয়েরা আজ উদ্ধার হয়েছেন। তাঁরা আজ ফিরতে পেরেছেন জীবনের মূল স্রোতে। ইন্টারন্যাশানাল জাস্টিস মিশনের ক্যালেণ্ডারে এ বার তাই তাঁদের মুখ।

| Updated on: Apr 08, 2021 | 4:04 PM

আমাদের দেশে প্রতিদিন, প্রতিনিয়ত পাচার হয়ে যায় নারী-পুরুষ। শ্রমিক হিসাবে দাসত্ব করাতে, যৌন পেশায় কাজ করানোর জন্য আর ঋণ মুকুবের জন্য দাসত্বের কারণে প্রতি বছর লক্ষাধিক মানুষ নিরুদ্দেশের হয়ে যায়। কৈশোরে বা অতীত জীবনে কিছু নৃশংস মানুষের খপ্পরে পড়ে পাচার হয়ে যান সাধনা, সূচি, আশা, নাসিমা, অহনা, মুক্তা, প্রগতি, কাশি, মাহি, নেহা, শেফালি আর সৌম্যা। ইন্টারন্যাশানাল জাস্টিস মিশনের তৎপরতায় সেইসব মেয়েরা উদ্ধার হয়েছেন। তাঁরা আজ ফিরতে পেরেছেন জীবনের মূল স্রোতে। জীবন তাদের যে কঠিন, কঠোর শিক্ষা দিয়েছে তা এখন অতীত হলেও ভুলে যাওয়া সম্ভব নয়। তার থেকেও শিক্ষা নিয়েছেন তাঁরা। যে ঝড় তাঁদের জীবনকে তছনছ করে সম্মান আর গ্রহণযোগ্যতাকে পথের ধুলোয় মিশিয়ে দিয়েছিল তাকে কি এত সহজে ভোলা যায়? তবু তাকে জয় করে ওঁরা আজ জয়ী। ইন্টারন্যাশানাল জাস্টিস মিশনের ক্যালেণ্ডারে এ বার তাই তাঁদের মুখ। নিজেদের এই উত্তরণ দেখে সকলেরই চোখে যেন আনন্দের অশ্রু।

 

Follow Us: