AC Usuage: বর্ষাকালে কীভাবে এসি চালাবেন?

AC Usuage: বর্ষাকালে কীভাবে এসি চালাবেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 28, 2023 | 8:00 PM

অনেকেই মনে করেন এসি শুধু গরমকালে চালানো যায়। কিন্তু এখনকার এসিতে আছে বিভিন্ন রকমের প্রযুক্তি। তাই সারা বছরই এসি চালানো যায়। বর্ষার সময়, ভ্যাপসা গরমে এসি চালাতে গেলে কিছু জিনিস মেনে চলুন।

অনেকেই মনে করেন এসি শুধু গরমকালে চালানো যায়। কিন্তু এখনকার এসিতে আছে বিভিন্ন রকমের প্রযুক্তি। তাই সারা বছরই এসি চালানো যায়। বর্ষার সময়, ভ্যাপসা গরমে এসি চালাতে গেলে কিছু জিনিস মেনে চলুন। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায় ,তখন ড্রাই মোডে এসি চালান। ড্রাই মোডে এসি চালালে ঘরের আর্দ্রতা কমে। এই মোডটি এসির কম্প্রেসারকে কিছুক্ষনের জন্য চালু রাখে এবং বন্ধ করে। এই সময় এসির পাখাটি খুব কম গতিতে চলতে থাকে। এসির ড্রাই মোড ঘরকে ঠান্ডা করতে সাহায্য করে। এই মোডটি বাতাসকে শুষ্ক করে এবং ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করে।
ঘরের তাপমাত্রা খুব বেশি কমানোর দরকার না হলেও ড্রাই মোড ব্যবহার করতে পারেন। বৃষ্টির সময় এই ড্রাই মোড ব্যবহার করা ভাল। সব এসিতে কিন্তু এই ড্রাই মোড থাকে না। এখনকার সেন্ট্রাল, স্প্লিট এসিতে এই মোড থাকে।