বিদেশে Air Force Base হাতছাড়া হল ভারতের, পিছনে কলকাঠি নাড়ছে কে?

Nov 05, 2025 | 5:39 PM

Sukhoi 30 MKI: কাজাখস্থানের বায়ুসেনা ঘাঁটি থেকে পাততাড়ি গুটিয়ে চলে এল ভারতীয় বায়ুসেনা। আয়নি ও ফারখোর নামের দুটি ঘাঁটিতে অপারেট করত ভারতীয় বায়ুসেনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সোয়ালও মেনে নিয়েছে এই ঘটনা।

কাজাখস্থানের বায়ুসেনা ঘাঁটি যা এত দিন ভারতের অধীনে ছিল, এবার সেখান থেকে পাততাড়ি গুটিয়ে চলে এল ভারতীয় বায়ুসেনা। আয়নি ও ফারখোর নামের দুটি ঘাঁটিতে অপারেট করত ভারতীয় বায়ুসেনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সোয়ালও মেনে নিয়েছে এই ঘটনা। তিনি জানিয়েছেন, ওই দুই ঘাঁটি লিজ নেওয়া ছিল ভারতের। লিজ শেষ হয়ে যাওয়ায় চলে এসেছে ভারত।

জানা গিয়েছে, এই আয়নি বায়ুসেনা ঘাঁটি কৌশলগত ভাবে ভারতের জন্য খুবই গুরিত্বপূর্ণ ছিল। আয়নি থেকে চিন ও পাকিস্তানের উপর দারুণ ভাবে নজরদারি চালান যেন। এবার সেই ঘাঁটি কেন ছাড়তে হল ভারতকে?