প্রধানমন্ত্রীর চকচকে স্কিনের রহস্য কী? প্রশ্ন হরলিনের, কী উত্তর মিলল?

|

Nov 06, 2025 | 2:08 PM

PM Modi Interacts with Indian Women Cricket Team: ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ব্য়াটসম্যান হরলিন দেওল প্রধানমন্ত্রীকে বললেন, "আপনি খুব গ্লো করেন"।  প্রধানমন্ত্রী মোদীর স্কিনকেয়ার রুটিন কী, তা জানতে চান। হরলিনের এই প্রশ্ন শুনে গোটা রুম হাসিতে ফেটে পড়ে।

বিশ্বকাপ জিতে এনেছে দেশের মেয়েরা। বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সাবাশি দিলেন। তবে প্রধানমন্ত্রীকে যে প্রশ্নের মুখে পড়তে হল, তা শুনে প্রধানমন্ত্রী মোদী নিজেই অপ্রস্তুতিতে পড়ে গেলেন। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ব্য়াটসম্যান হরলিন দেওল প্রধানমন্ত্রীকে বললেন, “আপনি খুব গ্লো করেন”।  প্রধানমন্ত্রী মোদীর স্কিনকেয়ার রুটিন কী, তা জানতে চান। হরলিনের এই প্রশ্ন শুনে গোটা রুম হাসিতে ফেটে পড়ে। তাঁর প্রশ্নের উত্তরে বলেন, “আমি এই বিষয়ে কখনও ভাবিনি।”