কনিষ্ঠতম আধার কার্ড এবং প্যান কার্ডধারী

জন্মের পর মাত্র ২৬ দিন বয়সে তৈরি হয়ে গিয়েছে মার্সের আধার কার্ড এবং প্যান কার্ড। সম্ভবত মার্সই কনিষ্ঠতম প্যান কার্ডধারী। শৌনক এ বার আবেদন করছেন মেয়ের পাসপোর্টের জন্য।

| Updated on: Apr 08, 2021 | 6:22 PM

কোভিড লকডাউনের মধ্যে বিয়ে করেছেন শৌনক এবং সুমনা। আর নতুন বছরের শুরুতেই বাড়িতে এল ফুটফুটে এক কন্যা সন্তান। মঙ্গলপ্রেমী পিতা মেয়ের নাম রেখেছেন মার্স। জন্মের পর মাত্র ২৬ দিন বয়সে তৈরি হয়ে গিয়েছে মার্সের আধার কার্ড এবং প্যান কার্ড। সম্ভবত মার্সই কনিষ্ঠতম প্যান কার্ডধারী। শৌনক এ বার আবেদন করছেন মেয়ের পাসপোর্টের জন্য। মঙ্গল গ্রহে এক একর জমি কিনে সংবাদ শিরোনামে এসেছিলেন শৌনক। তবে কি এ বার সপরিবারে মঙ্গল অভিযান? মৃদু হেসে শৌনক বলছেন ‘না’। আমেরিকার বাসিন্দা হলে তাও হত! ভারতীয় নাগরিকদের জন্য এখনও বন্ধ মঙ্গলের দরজা।

 

Follow Us: