ঝরা পাতায় শিল্পের সূচনা

পাতা কেটে মমতা, মোদি, রাহুল। ৭ মিলিমিটার ছোলার ডালে রবীন্দ্রনাথ ঠাকুর এঁকে 'ইন্ডিয়া বুক অব আর্ট' এবং 'ইন্টারন্যাশনাল বুক অব আর্ট'-এ নাম। এই অভিনব শিল্পীর নাম শুভ্রা মন্ডল।

| Updated on: Jan 08, 2021 | 6:15 PM

উত্তরবঙ্গের শুভ্রা মণ্ডল। তৃতীয় বর্ষের ছাত্রী। লকডাউনে আঁকার খাতা শেষ। তবে সে আঁকবে কোথায়? শিল্পের দরজা কি এত সহজে বন্ধ হয়? ঝরে পড়া পাতা কেটেই শুরু হল শুভ্রার আঁকা। তারপর সে এক এক করে পাতা কেটে তৈরী করেছে মমতা, মোদি বা রাহুল গান্ধী। পরিবেশ দিবসের শুভেচ্ছা বার্তাও দিয়েছে এই পাতা কেটেই।

পাতা কেটে এই অভিনব শিল্পের সঙ্গে তার মুকুটে জুড়েছে আরও এক সাফল্যের পালক। ৭ মিলিমিটার ছোলার ডালে রবীন্দ্রনাথ ঠাকুর এঁকে ‘ইন্ডিয়া বুক অব আর্ট’ এবং ‘ইন্টারন্যাশনাল বুক অব আর্ট’-এ নাম উঠেছে শুভ্রার। এখন পরবর্তী লক্ষ্য তার ‘গিনিস বুক’-এ স্মরণাক্ষরে নাম তোলা।

Follow Us: