বেলা ১১টায় সিবিআই-এর আসার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পুলিশে পুলিশে ছয় লাপ ছিল এলাকা। কড়া নিরাপত্তা। সাংবাদিকদের ভিড় সামলাতে ব্যস্ত নিরাপত্তারক্ষীরা। কোনও আগাম ইঙ্গিত, খবর কিছুই ছিল না। বেলা ১১.২২ মিনিট। সকলকে চমকে দিয়ে একটা সাদা স্করপিও ঢুকল অভিষেকের বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তখন সাংবাদিকরা ছুটছেন।