যুব নেতা থেকে বুথ সভাপতি, SSC-র অযোগ্য তালিকায় কার কার নাম
SSC Tainted List: আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল আগেই। ইতিমধ্যে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের পরীক্ষাও হয়ে গিয়েছে। এবার শিক্ষাকর্মীদের পালা। আবেদন শুরু হওয়ার আগেই তাই অযোগ্যদের তালিকা প্রকাশ করা গুরুত্বপূর্ণ ছিল। সোমবারই প্রকাশ করা হয়েছে সেই তালিকা।
কলকাতা: প্রাক্তন মন্ত্রীর মেয়ে থেকে কাউন্সিলর, শিক্ষা দুর্নীতিতে তৃণমূলের নাম জড়িয়েছে অনেক আগেই। অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ হতেই শাসক দলের নেতাদের নাম উঠে এসেছিল চর্চায়। এবার শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি-র অযোগ্য তালিকা বেরতেই আরও একবার প্রশ্নের মুখে শাসক দল।
সোমবার সকাল ঠিক ৭টা ৫৫ মিনিটে তালিকা প্রকাশ করেছে এসএসসি। তৃণমূল ঘনিষ্ঠদের নাম রয়েছে তালিকায়। রয়েছে বর্ধমানের বিধায়কের খুড়তুতো ভাই, বাঁকুড়ার তৃণমূল বুথ সভাপতি, শিলিগুড়ির যুব তৃণমূল নেতা, দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলে সহ একাধিক শাসক ঘনিষ্ঠের নাম।
Published on: Nov 04, 2025 10:16 AM