মাদার আর্থ আজ সংকটের মুখে

প্রবীণ পরিবেশপ্রেমী, পরিমল দে'র উদ্যোগে হয়েছিল 'মাদার আর্থ' পার্কটি। বহুতল নির্মাণের ফলে তা এখন ধ্বংসের পথে।

| Updated on: Jan 08, 2021 | 5:50 PM

পাড়ার পরিবেশ বদলে দিয়েছিলেন সবুজ পার্ক করে। ছোট্ট পুকুরে পানকৌড়ি, হাস খেলা করতো। কচ্ছপ চলাফেরা করত পার্কের ধারেই। প্রবীণ পরিবেশপ্রেমী, পরিমল দে’র উদ্যোগে হয়েছিল পার্কটি। বাঘাযতীন অঞ্চলে গড়ে ওঠা পার্কটির নাম মাদার আর্থ।

ছোট্ট পুকুরের মাঝে রয়েছে একটি সাজানো বাঁশের ব্রীজ। ব্রীজটি সাজানো হয়েছে রঙ-বেরঙের টুনি লাইট দিয়ে। সমগ্র এলাকা জুড়ে ৪০টি বাড়ি তিনি রঙ করিয়েছেন ইন্দোনেশিয়ার ‘রেইনবো ফরেস্টে’র আদলে। পরিমল দে’র রঙিন সফরের নাম ‘বাটারফ্লাই পার্ক’। তাঁর স্বপ্নের পার্কে রোজ বহু পর্যটক এসে ঘুরে যান। শিশুরা এসে আনন্দ করে খেলা করে।

তবে আশেপাশে অতিরিক্ত বহুতল নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পশু-পাখি এখন আর আসে না। পার্কে নতুন গাছ জন্মায় না আর। তাই রাবিশের বিষ থেকে মুক্তি চেয়ে প্রশাসনের কাছে অনুরোধ করেছেন পরিমল বাবু।

Follow Us: