Corona Update : বাড়ছে করোনা, ডিজিটাল প্রচার নিয়ে কী ভাবছে রাজনৈতিক দলগুলি?

করোনা নিয়ন্ত্রণে মঙ্গলবার কঠোর অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার নতুন করোনা নির্দেশিকা চালু করেছে নির্বাচন কমিশন। কোভিড বিধি না মানলে বাতিল হতে পারে প্রচার সভা, সেরকম নির্দেশও রয়েছে ইসির তরফে।

| Updated on: Apr 15, 2021 | 1:53 PM

দেশে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মারণব্যাধি (Corona)। যদিও কোভিডবিধিকে বুড়োআঙুল দেখিয়েই চলছে মিটিং-মিছিল-সভা। নির্বাচনী প্রচারের ঝড়ে শিকেয় করোনাবিধি।

করোনা (Covid) নিয়ন্ত্রণে মঙ্গলবার কঠোর অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। শুক্রবার নতুন করোনা নির্দেশিকা চালু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কোভিড বিধি না মানলে বাতিল হতে পারে প্রচার সভা, সেরকম নির্দেশও রয়েছে ইসির তরফে।

নিয়ম বলবৎ হলেও কমিশনের নির্দেশিকা শুধু খাতায়-কলমেই আবদ্ধ, অভিযোগ রাজনৈতিক মহলের একাংশের। অন্যদিকে এমতাবস্থায় ডিজিটাল প্রচার নিয়ে কি ভাবছে রাজনৈতিক দলগুলি?

 

[embedyt] [/embedyt]

Follow Us: