FIFA World Cup 2022: নৌকার ঢঙে তৈরি কাতারের আল জনৌব স্টেডিয়াম

FIFA World Cup 2022: নৌকার ঢঙে তৈরি কাতারের আল জনৌব স্টেডিয়াম

TV9 Bangla Digital

| Edited By: তিথিমালা মাজী

Updated on: Nov 13, 2022 | 7:25 PM

শতাব্দীর পর শতাব্দী এই কাতারের ঢৌ নৌকায় করে আরব উপসাগর থেকে সামুদ্রিক সম্পদ আহরণ করেছে কাতারবাসী।

দোহা শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণে আল ওয়াখরা শহরে আল জনৌব স্টেডিয়াম । ২২ নভেম্বর ফ্রান্স আর অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে উদ্বোধন হবে অনন্য সুন্দর এই স্টেডিয়ামের। আল ওয়াখরার বিখ্যাত মৎস্য শিকার এবং মুক্তো আহরণের ঐতিহ্যকে মাথায় রেখে তৈরি হয়েছে এই স্টেডিয়ামটি । স্টেডিয়ামের নকশায় কাতারের প্রাচীন ঐতিহ্য ‘ঢৌ’ নৌকার ছাপ আছে। শতাব্দীর পর শতাব্দী এই কাতারের ঢৌ নৌকায় করে আরব উপসাগর থেকে সামুদ্রিক সম্পদ আহরণ করেছে কাতারবাসী।

২০২২ কাতার বিশ্বকাপে আল জনৌব স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৬টি এবং শেষ ষোলোর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রিটিশ-ইরাকি স্থপতি জাহা হাদিদ এবং তাঁর স্থাপত্য সংস্থা জাহা হাদিদ আর্কিটেক্টস এই স্টেডিয়ামটির ডিজাইন করেছে। সেন্ট্রাল দোহা থেকে ২২ কিমি দূরে আল ওয়াকরাহে এই স্টেডিয়ামটি অবস্থিত। ২০১৪ সালে এই স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। ২০১৯ সাল পর্যন্ত স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৬৫৬ মিলিয়ন ডলার। ৪০ হাজার দর্শক একসঙ্গে এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে।