অভিজাত্য ও বাঙালিয়ানায় ভরপুর কাটোয়ার মল্লিক বাড়ির পুজো। এবার ১২০ বছরে পা দিয়েছে এই পুজো। বিশাল বাড়ি সেজে উঠেছে আলোয়। ১২০ বছর আগে মল্লিক পরিবারের পূর্ব পুরুষ রাধিকা প্রাসদ মল্লিক এই পুজো শুরু করেন। ব্যবসায় শ্রীবৃদ্ধি ও উন্নতির পরেই তিনি এই পুজোয় হাত দিয়েছিলেন।