নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ৫৮ লক্ষের নাম বাদ চলে যেতে পারে খসড়া তালিকা থেকে। মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। যে ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ ভোটারের নাম বাদ পড়তে পারে, তার মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯। নিখোঁজ ভোটার ১২ লক্ষ ১ হাজার ৪৬২। এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন ভোটার। ভুয়ো ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৫। অন্যান্য ৫৭ হাজার ৫০৯।