ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা হতেই বিতর্কের অন্ত ছিল না। দল থেকে সাসপেন্ড হলেও দমেননি হুমায়ুন। ভোটমুখী বাংলায় মহাসমারোহে করে ফেলেছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে। তোপের পর তোপ দেগেছে তৃণমূল।