বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী– এসআইআর আবহে তৃণমূল যেন এটাই পণ করেছে। দলের রণসজ্জা দেখে তেমনটাই যেন মনে করছেন রাজনীতির কারবারিরা। কোর্ট হোক রাস্তায় সর্বত্রই সরব ঘাসফুল শিবির। ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ব্লকে ব্লকে হবে তৃণমূল কংগ্রেসের মিছিল।