“SIR এর পরেও যত শক্তি আছে বিজেপি প্রয়োগ করুক। আমি বলেছি তৃণমূলের আসন বাড়বেই। ২০০৮ সালে পরিবর্তনের প্রথম চাকা দক্ষিণ ২৪ পরগনা ঘুরিয়েছিল। এবার ভাঙড় জিতে দক্ষিণ ২৪ পরগনায় ৩১ এ ৩১ করতে হবে।” বারুইপুরে রণসংকল্প সভা থেকে এ ভাষাতেই গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।