“কোনও বৈধ ভোটারের নাম যেন নাম বাদ না যায়, একইসঙ্গে কোনও অবৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে। বিহারে যে ৮০ জন বিএলও-দের জেল হয়েছে তাঁদের অবস্থা দেখেও যদি কেউ সতর্ক না হন, কেউ যদি পক্ষপাতিত্ব করেন তাহলে আমি বলব নির্বাচন কমিশন ব্যবস্থা নিন”। বললেন অগ্নিমিত্রা পাল।